• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
ফসল উঠছে কৃষকের ঘরে

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

ফসল উঠছে কৃষকের ঘরে

  • জাহাঙ্গীর আলম, মনিরামপুর (যশোর)
  • প্রকাশিত ৩০ এপ্রিল ২০২১

মণিরামপুরে বোরো ধানের বাম্পার ফলন পেয়ে চাষিরা খুশি। আবহাওয়া অনুকূল থাকায় প্রচণ্ড দাবদাহের মধ্যে এখন কৃষাণ-কৃষাণিরা ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছে। উপজেলার অধিকাংশ চাষিরা আগাম ধান ঘরে তুলতে পারলেও কিছু চাষিরা রয়েছেন ঝড়-বৃষ্টির শঙ্কায়। সবমিলে মণিরামপুরের চাষিরা ধান কাটা, বাঁধা, বহন, ঝাড়াই-মাড়াই ও গোলায় উঠাতে ব্যস্ত সময় পার করেছন।

উপজেলার গোবিন্দপুর গ্রামের আবুল কালাম দফাদার ৪২ শতক জমিতে এ বছর বোরো ধানের চাষ করে তিনি ফলন পেয়েছেন ৩৬ মণ। বাঙ্গালীপুর গ্রামের চাষি আব্দুর কুদ্দুস জানান, এ বছর প্রতি শতকে একমণেরও বেশি বোরো ধান পেয়েছেন।

এ বছর বোরো ধানের বাম্পার ফলন হয়েছেন। সৃষ্টিকর্তা সবার আশা পূরণ করেছেন। তবে ধান ভালো হলেও ঘরে তুলতে কষ্টের শেষ নেই। তাপপ্রবাহ, তারপরও রমজানের রোযার মধ্যে চাষিদের ধান ঘরে আনতে যেন নাকাল অবস্থা।

উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হাসান বোরো ধানের বাম্পার ফলন হয়েছে দাবি করে জানান, এ উপজেলায় চলতি বছর বোরো ধানের আবাদ হয়েছে ২৭ হাজার ৫৫০ হেক্টর জমিতে। বেশিরভাগ বোরো ধান চাষিরা ধান ঘরে তুলতে পেরেছেন। তবে পূর্ব অঞ্চলে দাবদাহ সমস্যার কারণে একটু দেরিতে ধান রোপণ করেছেন চাষিরা। তাতে ফলন আশানুরূপ হলেও, ধান বাড়িতে তুলতে অনন্ত আরো এক থেকে দুই সপ্তাহ সময় লেগে যেতে পারেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads