• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

সারা দেশ

সাতক্ষীরায় আম ভাঙা শুরু

  • সাতক্ষীরা প্রতিনিধি
  • প্রকাশিত ০৪ মে ২০২১

সাতক্ষীরা সদর প্রতিনিধি 

আবহাওয়া ও মাটির কারণে অন্য জায়গার তুলনায় আগে পেকে যায় সাতক্ষীরার আম। দাম পাওয়ার আশায় অনেকেই কাঁচা আম পাড়েন। তাই এবার প্রশাসন আগে থেকেই আমপাড়ার তারিখ নির্ধারণ করে দেয়। প্রশাসনের বেঁধে দেওয়া সময় শেষে গত শনিবার থেকে শুরু হয়েছে গোপালভোগ ও গোবিন্দভোগ আমপাড়া। চাষিরা বলছেন, উৎপাদন ভালো হলেও দামে সন্তুষ্ট নন তারা।

সদর উপজেলার বাঁকাল এলাকার চাষি আমজেদ আলী বলেন, ‘প্রতি মণ আমের দাম যাতিছে ১৮০০ থেকে ২ হাজার টাকা। এতে আমাগির লোকসান হতিছে। যদি আমের দাম ২৮০০ টাকা হতো তালি দুডো পয়সা থাকত। এ যা বিক্রি হচ্ছে, তাতে খরচ উঠবে না।’

সাতক্ষীরা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নূরুল ইসলাম বলেন, বাইরে থেকে যারা আম কিনতে আসবেন, তাদের কমপক্ষে তিন দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। এছাড়া আমচাষিদের সুবিধার্থে ২১ মে আম রুপালি ও এরপর অন্যান্য আম পাড়া যাবে। তিনি জানান, জেলায় এবার পাঁচ হাজারেরও বেশি বাগানে আম চাষ হয়েছে। চাষি রয়েছেন ১৩ হাজার ১০০ জন। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪০ হাজার মেট্রিক টন। আর ৫০০ হেক্টর জমিতে গোপালভোগ ও গোবিন্দভোগ আম চাষ করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads