• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯

সারা দেশ

রান্না করা খাবার রিকশায় পৌঁছে দিলেন এতিমখানায়

  • কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ০৪ মে ২০২১

গাজীপুরের কালীগঞ্জে আনিস উজ্জামান কল্যাণ ট্রাষ্টের রান্না করা খাবার পৌঁছে গেল স্থানীয় ৩ গ্রামের ৪টি এতিমখানায়। এছাড়া ট্রাষ্টি মুর্শিদ উজ্জামানের নিজ গ্রাম কালীগঞ্জ পৌর এলাকার ভাদগাতী গ্রামের অসহায়, দরিদ্র ও কর্মহীন ৪শ মানুষের মাঝে এ রান্না করা খাবার বিতরণ করা হয়।

গতকাল সোমবার (৩ মে) বিকেলে রিকশা করে রান্না করা এ খাবার এতিমখানা ও বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়।

জানা গেছে, মহামারী করোনা ও লকডাউনে অসহায়, দরিদ্র ও কর্মহীন মানুষের জন-জীবন বিপর্যস্ত। তাই আনিস উজ্জামান কল্যাণ ট্রাষ্টের পক্ষ থেকে উপজেলার বড়নগর, মুনসুরপুর, বালীগাও গ্রামের ৪টি এতিমখানা এবং ভাদগাতি গ্রামের অসহায়, দরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে রান্না করা ৪শ প্যাকেট রান্না করা খাবার বিতরণ করা হয়। ট্রাষ্টের প্রেসিডেন্ট মুর্শিদ উজ্জামানের সার্বিক তত্ত্বাবধানে রান্না করা এ খাবারগুলো প্রতিটি এতিমখানায় ও বাড়ি বাড়ি রিকশা করে পৌঁছে দেন ট্রাষ্ট্রের অন্যান্য ট্রাষ্টিবৃন্দ।

ট্রাষ্টের প্রেসিডেন্ট মুর্শিদ উজ্জামান জানান, করোনা মহামারির সময় এখন। তাছাড়া কয়েক দফা লকডাউনে কর্মহীন, দুঃস্থ ও অস্বচ্ছল মানুষ অনেক কষ্টে আছে। বিষয়গুলো মাথায় রেখেই ট্রাষ্টের পক্ষে এ ব্যবস্থা নেওয়া হয়।

তিনি আরো বলেন, যদিও দেশের এই পরিস্থিতিতে এটা খুব বেশি কিছু নয়। তবু আমরা ট্রাষ্টের পক্ষে চারটি এতিমখানায় এতিম শিশু শিক্ষার্থী এবং নিজ গ্রামের কর্মহীন, দুঃস্থ ও অস্বচ্ছল পরিবারের মাঝে রান্না করা ৪শ প্যাকেট খাবার বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads