• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
বিধবার জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিল ছাত্রলীগ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

বিধবার জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিল ছাত্রলীগ

  • সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ০৪ মে ২০২১

টাঙ্গাইলের সখীপুরে এক অসহায় বিধবা মহিলার ৩০ শতাংশ জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছে উপজেলা ছাত্রলীগ। মঙ্গলবার সকালে উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলামের নির্দেশনায় ১৫ জন নেতাকর্মী ওই নারীর ধান কেটে বাড়িতে পৌঁছে দেয়।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল আল মামুন জানান, বহুরিয়া ইউনিয়নের কালমেঘা গ্রামের রাহিমা বেগম একজন অসহায় বিধবা। দীর্ঘদিন আগে তার স্বামী হেমায়েত হোসেন মারা গেছেন। তিনি চলমান করোনা পরিস্থিতির মধ্যে অর্থের অভাবে শ্রমিক দিয়ে ধান কাটতে পারছিলেন না।  এমন সংবাদ পেয়ে সখীপুর উপজেলা ছাত্রলীগ ওই মহিলার ধান কেটে দেওয়ার উদ্যোগ নেয়। পরে মঙ্গলবার সকালে সেই ধান কেটে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে।

উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম ওরফে মির্জা শরীফ বলেন, গত বছরের ধারাবাহিকতায় এ বছরও আমাদের নেতাকর্মীরা অসহায়দের পাকে দাঁড়িয়েছে। শুধু ধান কাটা নয়, যেকোন মানবিক কাজে সখীপুর উপজেলা ছাত্রলীগ এগিয়ে থাকবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads