• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
বগুড়া থেকে ঢাকায় বাস চলাচল

সংগৃহীত ছবি

সারা দেশ

বগুড়া থেকে ঢাকায় বাস চলাচল

  • বগুড়া প্রতিনিধি
  • প্রকাশিত ০৮ মে ২০২১

করোনার কারণে এক জেলা থেকে অন্য জেলা তথা দূরপাল্লার পরিবহন বন্ধে সরকারি নিষেধাজ্ঞা থাকলেও বগুড়ায় তা মানা হচ্ছে না। ধান কাটার শ্রমিক পরিবহনের নামে পুলিশ প্রশাসনের অনুমতি নিয়ে টিকিট কাউন্টার থেকে সাধারণ যাত্রী পরিবহনের জন্য টিকিট বিক্রি করা হচ্ছে। তবে নির্দিষ্ট সংখ্যক এই দূরপাল্লার বাস বগুড়া-ঢাকা যাত্রী পরিবহন করছে। আর বগুড়ার পুলিশ প্রশাসন বলছে, তারা ধান কাটার শ্রমিক পরিবহনের জন্য অনুমতি দিলেও সাধারণ যাত্রী পরিবহনের কোনো অনুমতি দেননি।

করোনা মহামারী নিয়ন্ত্রণে চলতি লকডাউনের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে গত বৃহস্পতিবার থেকে জেলার অভ্যন্তরীণ গণপরিবহন চলাচল শুরু হয়েছে। তবে দূরপাল্লার গণপরিবহনের ক্ষেত্রে সরাকারি বিধিনিষেধ থাকলেও বুধবার রাত থেকে বগুড়ার শাহ ফতেহ আলী ব্যানারের চারটি বাস বগুড়া থেকে ঢাকায় চলাচল শুরু করে। তারা বলছেন, ধানকাটার শ্রমিক পরিবহনের জন্য অনুমতি পেয়েছেন। গত বৃহস্পতিবার দুপুরে গিয়ে শহরের সাতমাথা এলাকায় ওই পরিবহনের কাউন্টারে গিয়ে দেখা যায়, সাধারণ যাত্রীদের নিকট টিকিট বিক্রি করা হচ্ছে। কোনো ধানকাটার শ্রমিককে টিকিট কিনতে দেখা যায়নি। জানতে চাইলে কাউন্টার থেকে পুলিশ সুপার, জেলা বিশেষ শাখার স্বাক্ষরিত অনুমতিপত্র দেখান হয়। এবিষয়ে জেলা প্রশাসক জিয়াউল হক জানান, শাহ ফতেহ আলী পরিবহনের কোনো বাসের ধানকাটা শ্রমিক পরিবহন সংক্রান্ত অনুমতির বিষয়টি তার জানা নেই। জেলা প্রশাসন থেকে তৌফিক হাসান ময়না নামে এক পরিবহন ব্যবসায়ী ধানকাটার শ্রমিক পরিবহনের জন্য দুটি বাসের অনুমতি নিয়েছেন বলে তিনি জানান। আর তৌফিক হাসান ময়না জানান, তিনি বেশ কয়েক দিন আগে শুধু একদিন তার একটি বাস চালিয়েছিলেন।

খোঁজ নিয়ে দেখা গেছে, এসব অনুমতির বাইরে রাতে অনেক বাস ঢাকায় যাতায়াত করছে। এছাড়া বিধিনিষেধ ভেঙে বৃহস্পতিবার দুপুরেও বেশ কয়েকটি বাস বগুড়া থেকে দূর গন্তব্যে যাতায়াত করতে দেখা গেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads