• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
 ঈদে মামা বাড়ি যাওয়া হলো না শিশু জান্নাতের

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

ঈদে মামা বাড়ি যাওয়া হলো না শিশু জান্নাতের

  • বামনা (বরগুনা) প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ মে ২০২১

বরগুনার বামনায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় মোসা. জান্নাত (৪) নামের এক শিশু নিহত হয়েছে।  আজ শুক্রবার ঈদের দিন বেলা ১১টায় বামনা-পাথরঘাটা মহাসড়ক ও বামনা সদরের হাসপাতাল রোড এলাকায় পৃথক দুটি দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- নিহত জান্নাতের মা মোসা. ফারজানা বেগম (২৮), ডৌয়াতলা গ্রামের মো. রিপনের মেয়ে  জান্নাতি (১০) ও একই গ্রামের মো. সিরাজের মেয়ে মোসা.সুমা আক্তার (১৩)।

তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাসপাতাল, নিহত ও আহতদের পরিবার সূত্রে জানা গেছে, ঈদের নাস্তা খেয়ে সোনাখালী গ্রামের হাসিব মুন্সির মেয়ে জান্নাত ও তার স্ত্রী ফারজানা বেগমসহ স্বজনদের সাথে একটি ব্যাটারি চালিত ভ্যানে রুহিতা গ্রামের জান্নাতের মামা বাড়ীতে যাওয়ার জন্য রওনা দেন।  বামনা-পাথরঘাটা মহাসড়কের আলম দরবেশের বাড়ীর সামনে ভ্যানটি পৌঁছালে বিপরীত দিক থেকে একটি ইজিবাইক এসে ধাক্কা দিলে জান্নাত ও তার মা পিছন থেকে ছিটকে সড়কে পড়ে যায়। এতে জান্নাত মাথায় আঘাত পায় এবং ঘটনাস্থলেই মারা যায়।  গুরুত্বর আহত মা ফরজানা বেগম ও শিশুটিকে বামনা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ডা. মো. শাকিল আল মামুন শিশুটিকে মৃত্যু ঘোষনা করেন এবং তার মাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজে পাঠায়।

এদিকে বামনা সদরের হাসপাতাল সড়কের সুলতান চৌধূরী বাড়ীর সামনে একটি মটরসাইকেল ও ইজিবাইকের সংঘর্ষে মোসা. জান্নাতির (১০) নামের এক শিশুর ডান পা সম্পূর্নরুপে ভেঙ্গে যায় এবং জান্নাতির সাথে থাকা খালাতো বোন মোসা.সুমা আক্তার (১৫) আহত হন।  গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads