• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮

সারা দেশ

নাঙ্গলকোট থানা পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ

  • নাঙ্গলকোর্ট (কুমিল্লা) প্রতিনিধি
  • প্রকাশিত ১০ জুন ২০২১

'মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ' স্লোগানকে সামনে রেখে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি র‌্যালী করেছে কুমিল্লার নাঙ্গলকোট থানা পুলিশ। করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ধাপ মোকাবেলায় দেশব্যাপী বাংলাদেশ পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ ও জনসচেতনতা বৃদ্ধি সহ দেশের কর্মসূচি গ্রহণ করা হয়।

এরই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার নাঙ্গলকোট থানা পুলিশের আয়োজনে একটি র‌্যালী থানার সামনে থেকে শুরু হয়ে পৌর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে লোটাস চত্বরে গিয়ে শেষ হয়। পাশাপাশি করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে জনসচেতনতার ওপর গুরুত্বারোপ করেন এবং সকলকে ঘরের বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করার জন্য পরামর্শ দেন।

এ সময় উপস্থিত ছিলেন, নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নুর, ওসি তদন্ত রকিব উদ্দিন, এসআই ইয়ামিন সুমন, সোহেল মিয়া, মফিজুর ইসলাম, আতিক, সুমিত চৌধুরী সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads