• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯

সারা দেশ

টাঙ্গাইলে করোনায় নতুন করে শনাক্ত ১১৩ জন

  • টাঙ্গাইল প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ জুন ২০২১

টাঙ্গাইলে করোনা ভাইরাসের পরিস্থিতি ভয়াবহ রূপ ধারন করেছে। প্রতিদিনই বাড়ছে নতুন নতুন আক্রান্তের সংখ্যা।

আজ বৃহস্পতিবার ৩১৩টি নমুনা পরীক্ষা করে ১১৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। যা শতকরা হিসেবে ৩৬.১০%।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মোঃ শাহাবুদ্দিন আক্রান্তের সংখ্যা নিশ্চিত করেন। এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাড়িয়েছে ৫ হাজার ৮২৫ জন। জেলায় করোনায় সর্বমোট মৃত্যুবরণ করেছেন ৯৫ জন।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মোঃ শাহাবুদ্দিন বলেন, গত একমাস ধরে জেলায় করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে গেছে। বিশেষ করে গত এক সপ্তাহ যাবত ৩০ ভাগের বেশি রোগী শনাক্ত হচ্ছে। আমরা কঠোর বিধি নিষেধ আরোপ করার বিষয়ে চিন্তাভাবনা করছি। আগামী শনিবার মিটিং আছে। সেখানে কঠোর লকডাউনের বিষয়ে সিদ্ধান্ত হবে।

জেলা প্রশাসক ড. আতাউল গনি বলেন, করোনা ভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পর থেকেই আমরা সকলে মিলে সচেতনতা বাড়াতে কাজ করে যাচ্ছি। সেই সাথে যারা স্বাস্থ্যবিধি মানছেনা তাদের বিরুদ্ধে জরিমানা করা হলেও কাঙ্খিত মাত্রার ফল পাওয়া যাচেছনা। প্রতিদিনই করোনা রোগী বাড়ছে। তাই আমরা আগামী শনিবার উর্ধ্বতন কর্তপক্ষের সাথে কথা বলে জেলার অধিক সংক্রমিত টাঙ্গাইল সদর, কালিহাতি ও মির্জাপুর এই তিনটি উপজেলায় লকডাউনের পরিকল্পনা করছি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads