• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯

সারা দেশ

‘সরকারের লাইগা পরাণ ভইরা দোয়া করুম’

  • মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ২০ জুন ২০২১

আইজকা খুব আনন্দ লাগতাছে, ভাল্লাগতাছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আফা আমাগো নিগা বালো কাম করছে, আমগো খুব উপকার করছে, আল্লাহর কাছে তার লাইগা (জন্য) পরাণ ভইরা দোয়া করমু, হ্যারও জানি আল্লাহ ভালা করে এই দোয়া করি। মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার জমিসহ ঘর পাওয়ার আনন্দে কথাগুলো বলছিলেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার উপকারভোগী শারীরিক প্রতিবন্ধী ফজলু সিকদার।

আজ রোববার (২০ই জুন) বেলা সাড়ে ১১টার দিকে গণভবন থেকে ভাচ্যুয়ালি অংশ নিয়ে মুজিববর্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ২য় পর্যায়ে সারাদেশে মোট ৫৩ হাজার ৩শ ৪০টি পরিবারকে জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে মির্জাপুর উপজেলায় ৭০টি পরিবারের গৃহ রয়েছে। উল্লেখ্য, ১ম পর্যায়ে মির্জাপুরে ২৩৭টি গৃহ প্রদান করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে টাঙ্গাইল-০৭ আসনের এম.পি বীর মুক্তিযোদ্ধা একাব্বর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা ও আজহারুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads