• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর উপহার ঘর পেল ১৫৮ গৃহহীন পরিবার

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর উপহার ঘর পেল ১৫৮ গৃহহীন পরিবার

  • শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
  • প্রকাশিত ২০ জুন ২০২১

‘আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার’ – এমন স্লোগানকে সামনে রেখে দ্বিতীয় পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রীর মুজিববর্ষের সেরা উপহার আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় শ্রীমঙ্গলে ১৫৮ জন ভূমিহীন ও গৃহহীন  পরিবারকে বিনামূল্যে দুই শতক জমি ও সেমিপাকা ঘর প্রদানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

আজ  রোববার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে  মাননীয়  প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রীমঙ্গল উপজেলার সাথে সংযুক্ত থেকে এসব ঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি, সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপি, বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, এসি ল্যাণ্ড মো. নেছার উদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাউর রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রেম সাগর হাজরা,  শ্রীমঙ্গল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আছাদুজ্জামান প্রমুখ।

সুত্র জানায়, ‘মাইজদিহি এলাকার 'আশ্রয়ন প্রকল্প’ যেন প্রধানমন্ত্রীর ‘আমার গ্রাম আমার শহর' ধারনার প্রতিফলন। প্রকল্প এলাকায় ইন্টারনেট, বিদ্যুৎ সংযোগ ও ৮টি গভীর নলকুপ স্থাপন করা হয়েছে।  এখানে একটি প্রাথমিক বিদ্যালয়, একটি মসজিদ ও একটি মন্দির নির্মাণ করা হচ্ছে। এছাড়া পুরো এলাকা সবুজায়নের লক্ষ্যে বিভিন্ন প্রজাতির কয়েক হাজার গাছের চারা রোপণের কাজ চলছে। এতে আশ্রয়ন প্রকল্পটি ছায়াঘেরা অপরুপ সৌন্দর্যময়  গ্রামে পরিণত হবে।

সুত্র আরো জানায়, আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় ২য় পর্যায়ে উপজেলার কালাপুর ইউনিয়নের মাইজদিহি এলাকায় ৩০ একর সরকারি ভূমিতে ৩০০ ঘর নির্মাণ করা হচ্ছে। এসব ঘরে বসবাস করবে ১৫০০ মানুষ। এর আগে গত ২৩ জানুয়ারি প্রথম পর্যায়ে  এ উপজেলায় ৩০০ গৃহহীন ও ভূমিহীন পরিবারকে নতুন ঘর দেওয়া হয়েছিল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads