• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
উদ্ধার দুই চিতা বিড়াল শাবক সাফারি পার্কে হস্তান্তর

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

উদ্ধার দুই চিতা বিড়াল শাবক সাফারি পার্কে হস্তান্তর

  • শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২৫ জুন ২০২১

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে হস্তান্তর করা হয়েছে কুমিল্লায় চোরাকারবারিদের কবল থেকে উদ্ধার দুটি চিতা বিড়াল শাবক । কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি রাস্তার মোড় এলাকা থেকে উদ্ধার চিতা বিড়াল দুটি উদ্ধার করেছিল বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের সদস্যরা।

আজ শুক্রবার দুপুরে এগুলোকে পার্কের কোয়ারেন্টিনে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তবিবুর রহমান।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক নার্গিস সুলতানা বলেন, কুমিল্লার সদর দক্ষিণ কোটবাড়ি রাস্তার মোড় এলাকায় দুই শিক্ষার্থী এগুলোকে বিক্রির জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন দিয়েছিলেন। পরে সেগুলোকে কেনার জন্য বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কর্মীরা ক্রেতা সেজে প্রস্তাব দেন। শিক্ষার্থীরা এগুলোর দাম চেয়ে ছিলেন ২লাখ টাকা। পরে সেগুলোকে কিনে নেওয়ার কথা বলে শিক্ষার্থীদের আটক করা হয়। সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশিস ঘোষ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই দুই শিক্ষার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

নার্গিস সুলতানা বলেন এগুলো (চিতা বিড়াল) বাংলাদেশে হুমকির সম্মুখীন প্রাণী। এখন কম দেখা মেলে বনবাদারে। উদ্ধারের পর দুটি শাবকে সাফারি পার্কে হস্তান্তর করা হয়েছে।

ৱবঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তবিবুর রহমান বলেন, আমাদের কাছে প্রাণী দুটোকে পাঠানো হয়েছে। এগুলো আমাদের বন্যপ্রাণী কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads