• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
বগুড়ায় করোনা সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক

প্রতীকী ছবি

সারা দেশ

বগুড়ায় করোনা সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক

  • বগুড়া প্রতিনিধি
  • প্রকাশিত ২৬ জুন ২০২১

বগুড়ায় করোনা সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক অবস্থা তৈরি করছে। গত ২৪ ঘন্টায় জেলায় সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষায় শনাক্ত ৪১ শতাংশ ছাড়িয়েছে। একই সময় জেলার তিনটি হাসপাতালে চিকিৎসাধীন ৭ জন করোনা রোগী মারা গেছেন। তাদের মধ্যে তিনজনের বাড়ি বগুড়া, তিনজন জয়পুরহাটের ও একজন নওগাঁ জেলার। অন্যদিকে বগুড়া করোনা ডেডিকেটেড বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালের নির্ধারিত শয্যা পরিপূর্ণ হয়ে যাওয়ায় পরিস্থিতি সামাল দিতে গতকাল শুক্রবার সকালে আরো ২০টি শয্যা বাড়ানো হয়েছে। বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিট ইতোমধ্যে রোগীতে পরিপূর্ণ রয়েছে।

বগুড়ার স্বাস্থ্য বিভাগের মুখপাত্র ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, গত ২৪ ঘন্টায় ২৯৪টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১২৪ জনের। সবচেয়ে বেশি শনাক্ত বগুড়া সদর ও আদমদিঘী উপজেলায়। জেলার তিনটি হাসপাতালে করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন ৩৩২ জন। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক রোগী পার্শ্ববর্তী জয়পুরহাট, নওগাঁ ও নাটোর জেলার।

বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুল ওয়াদুদ জানিয়েছেন, আগের দিন কয়েকটি শয্যা খালি হয়েছিল। পুনরায় রোগী ভর্তি হয়ে তাদের করোনা ইউনিটের সব শয্যা পূর্ণ হয়ে গেছে। গত ২৪ ঘন্টায় মেডিক্যাল কলেজ হাসপাতালে চার জনের মৃত্যু হয়েছে বলে তিনি জানান। অন্যদিকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এটিএম নুরুজ্জামান সঞ্চয় বলেন, রোগীর চাপের কারণে আরো ২০টি শয্যা বাড়িয়ে ১৮০ শয্যায় উন্নীত করা হলেও রোগী বাড়ছে। শুক্রবার সকাল পর্যন্ত ১৬৭ জন করোনা রোগী ভর্তি হয়। তিনি জানান, প্রতিদিন ২৫/৩০ জনের বেশি রোগী আসছে। হাসপাতালের অন্য রোগী ভর্তি ইতোমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। এতে আরো কয়েকটি শয্যা বাড়ানো যাবে বলে তিনি জানান। এদিকে বেসরকারি টিএমএসএস মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৪ ঘন্টায় একজনের মৃত্যু হয়েছে। সেখানে করোনা ইউনিটে রোগী রয়েছে ৭৭ জন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads