• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
লকডাউনের প্রভাব নেই গ্রামাঞ্চলে

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

লকডাউনের প্রভাব নেই গ্রামাঞ্চলে

  • মাহাবুবুর রহমান, কক্সবাজার
  • প্রকাশিত ০৩ জুলাই ২০২১

করোনা সংক্রাণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউন কক্সবাজার শহরাঞ্চলের ব্যাপক সাড়া ফেললেও প্রভাব ফেলতে পারেনি গ্রামাঞ্চলের মানুষদের মাঝে। গত ১ জুলাই কক্সবাজার শহরের বেশিরভাগ প্রধান সড়কসহ উপজেলাগুলোর প্রধান স্টেশনগুলোতে প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতার কারণে বেশ সাড়া ফেলেছে। তবে জেলার বিভিন্ন গ্রামাঞ্চলের মানুষ ঠিকই বেরিয়ে পড়েছে ঘর থেকে, এমনকি বেশিরভাগ মানুষ মাস্ক পরেনি বরং আগের মতো চুটিয়ে চায়ের দোকানে বা পাড়া মহল্লায় আড্ডা দিয়ে সময় কাটাচ্ছে।

সদর উপজেলার খুরুশকুল ডেইলপাড়া এলাকার নজির আহামদ নামে এক ব্যক্তিকে ফোন দিয়ে স্থানীয় পরিস্থিতি জানতে চাইলে তিনি বলেন, এখানে লকডাউনের কোনো প্রভাব নেই। তিনি জানান, শতকরা ২% লোকের মুখে মাস্ক নেই। একই সময়ে খুরুশকুল মনুপাড়া এলাকার রুবেল নামে এক তরুণ ব্যবসায়ীকে ফোন দিয়ে এলাকার পরিস্থিতি জানতে চাইলে তিনি বলেন, অতীতেও লকডাউন গ্রামাঞ্চলের মানুষকে প্রভাব ফেলতে পারেনি, এখনো একই পরিস্থিতি। মানুষ দিব্বি চায়ের দোকানে বিভিন্ন পাড়া-মহল্লায় আড্ডা দিয়ে সময় কাটাচ্ছে। আর যে যার প্রয়োজনমতো কাজ করছে, বরং শহরে লকডাউনের কারণে অনেক মানুষ কক্সবাজার শহর থেকে কয়েক দিনের জন্য চলে এসেছে পরিবার-পরিজন নিয়ে তারাও বেশ আরামে সময় কাটাচ্ছে হাটবাজারে।

খুরুশকুল ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, সরকার যতই চাপাচাপি করুক মানুষ নিজ থেকে সচেতন না হলে কেউ কিছুই করতে পারবে না। এটা সত্যি গ্রামের মানুষ এখনো করোনাভাইরাস নিয়ে অনেকটা উদাসীন। তারা কেউ মাস্ক পরতেও আগ্রহী নয়।

এবিষয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায় বলেন, প্রথম দিন প্রশাসন, সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি মাঠে ছিল এখন থেকে গ্রামাঞ্চলেও নিয়মিত টহল জোরদার করা হবে। তবে নিজেদের স্বাস্থ্য সুরক্ষার জন্য সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads