• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
দিনাজপুরে বিক্রি হচ্ছে দুম্বা

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

দিনাজপুরে বিক্রি হচ্ছে দুম্বা

  • দিনাজপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১৫ জুলাই ২০২১

এবারই দিনাজপুরের কোরবানির হাটে বিক্রি হচ্ছে মরুভূমির প্রাণী দুম্বা। জেলার বোচাগঞ্জ উপজেলার জহুরা অটো রাইস মিলের স্বত্বাধিকারী আবদুল হান্নান শখের বশে ২০১৯ সালে ভারতের রাজস্থান থেকে ছয়টি দুম্বা এনেছিলেন। তিনি অত্যন্ত পরিচ্ছন্ন পরিবেশে ও পরম যত্নে লাল পালন করছিলেন মরুভূমির প্রাণী দুম্বাগুলোকে। গত দু’বছরে তার খামারে এখন দুম্বার সংখ্যা ৫০টি। রামদাস পাড়ায় তিনি গড়ে তুলেছেন দুম্বার জন্য একটি খামার। এটি দেখার জন্য আসছে দূর-দূরান্ত থেকে মানুষ। এবারই প্রথম কোরবানির হাটে বেচাকেনার জন্য দুম্বা আনা হয়েছে। আবদুল হান্নান আশা করেন, আগ্রহীরা দুম্বা কোরবানির জন্য ক্রয় করবেন। একটি দুম্বা ৭০ থেকে ৮০ হাজার টাকায় বিক্রি হবে।

মরু অঞ্চলের প্রাণী দুম্বা পালনে পরিবেশ ঠিক রেখে সব ধরনের ব্যবস্থা নেন আবদুল হান্নান। খাদ্য হিসেবে নেপিয়ার ঘাসের পাশাপাশি বিভিন্ন গো-খাদ্য দেওয়া হয়। ৫০টি দুম্বা দেখাশোনার জন্য রয়েছে কয়েকজন কর্মী। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করেন প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা।

-

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads