• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
কেরানীগঞ্জে লকডাউনের মধ্যে অশ্লীল নৃত্য

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কেরানীগঞ্জে লকডাউনের মধ্যে অশ্লীল নৃত্য

  • কেরানীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২৫ জুলাই ২০২১

দেশে চলমান কঠোর লকডাউনে সড়ক পথে বিধিনিষেধ কিছুটা মানা হলেও কেরানীগঞ্জের নৌপথের চিত্র পুরো উল্টো। কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই সরকারি বিধিনিষেধকে তোয়াক্কা না করে ঈদ পরবর্তী সময়ে নৌপথে ডিজে পার্টির আনন্দে উৎসবে মেতে উঠেছে উঠতি বয়সের তরুণরা। এতে যেমন উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি তেমনি বাড়ছে করোনা ঝুঁকি। এমন পরিস্থিতিতে নৌপথেও অভিযানের দাবি তোলেন সচেতন মহলের সংশ্লিষ্টরা।

সরেজমিন ঘুরে জানা যায়, প্রতিবছর ঈদ পরবর্তী সময়ে কেরানীগঞ্জের ধলেশ্বরী নদীর বিভিন্ন অংশে নৌকায় ডিজে পার্টির আয়োজন করে উঠতি বয়সের এক শ্রেণির তরুণরা। এবার ঈদের পরে সরকার ঘোষিত চলমান কঠোর লকডাউনে তারা থেমে নেই। এসকল তরুনরা নৌকায় বড় আকারের সাউন্ড বক্স লাগিয়ে বিকট শব্দে আনন্দ উৎসবে মেতে উঠছে তারা। এমন চিত্র ঈদ পরবর্তি দিন থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধলেশ্বরী নদীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে বিরাজ করছে।

বিশেষ করে কেরানীগঞ্জ উপজেলার ধলেশ্বরী নদী রুহিতপুর এলাকার বিসিক শিল্প নগরী ঘেঁষে নতুন সোনাকান্দা রহমআলীরচর অংশে ডিজে পার্টির তৎপরতা লক্ষ্য করা গেছে। উঠতি বয়সের তরুনরা সকাল সন্ধ্যা নদীতে দাপিয়ে বেড়ালেও এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসন অনেকটা নীরব রয়েছেন।

এদিকে একই চিত্র দেখা গেছে, সোনাকান্দা, লাখিরচর , খাড়াকান্দি, মুগারচর মোল্লার হাট ও চান্দেরচরসহ নদীর বিভিন্ন অংশজুড়ে। প্রতিদিন নদীর বিভিন্ন অংশে ইঞ্জিন চালিত নৌকাযোগে ডিজে পার্টির নামে উঠতি বয়সী তরুণরা অশ্লীর গান বাজিয়ে অর্ধনগ্ন শরীরে উন্মাদ নৃত্যে মেতে উঠছে।

এলাকাবাসী ও সচেতন মহলের দাবী, এ ধরনের পার্টির অপতৎপরতা রোধ না করা গেলে করোনা ঝুঁকি বাড়ার পাশাপাশি বাড়বে স্বাস্থ্য ঝুঁকি। তাই বিধিনিষেধের ক্ষেত্রে সড়কপথের পাশাপাশি নৌপথেও প্রশাসনের অভিযান করার জোর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কেরানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হাসান বলেন, আমরা করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউন কার্যকর করতে কাজ করে যাচ্ছি । শুধু সড়ক নয় নৌ পথেও যদি কেউ বিধি নিষেধ অমান্য করে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহন করবো।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads