• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
বাঁধ ভেঙে গ্রাম প্লাবিত

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

বাঁধ ভেঙে গ্রাম প্লাবিত

  • মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ২৬ জুলাই ২০২১

নিম্নচাপ ও পূর্ণিমার জোয়ারের প্রভাবে মির্জাগঞ্জের স্থানীয় পায়রা ও শ্রীমন্ত নদে স্বাভাবিক জোয়ারের চেয়ে পাঁচ থেকে ছয় ফুট পানি বৃদ্ধি পেয়েছে। গতকাল রোববার সকালে উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের দোকলাখালী গ্রামের সিকদার বাড়িসংলগ্ন তিনটি পয়েন্টে বেড়েরধন নদের বাঁধ ভেঙে জোয়ারের পানি প্রবেশ করে পুকুর ও মাছের ঘেরসহ আমনের বীজতলা ও আউশের ক্ষেত তলিয়ে গেছে। পানিবন্দি হয়ে পড়েছে শতাধিক পরিবার। জোয়ারের পানিতে সুবিদখালী-জলিশা সড়কটি তলিয়ে যাওয়ায় গাড়ি চলাচলে অসুবিধায় পড়তে হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত সড়কটি মেরামত না হওয়ায় জোয়ারের পানি সড়ক উপচে প্রবেশ করে পুকুর ও মাছের ঘেরসহ আমনের বীজতলা ও আউশের ক্ষেত তলিয়ে গেছে। পানিবন্দি হয়ে পড়েছে শতাধিক পরিবার। সড়ক উপচে পানি প্রবেশের সংবাদ পেয়ে গতকাল রোববার দুপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মো. আবু বকর সিদ্দিকী পানিতে নিমজ্জিত দোকলাখালী গ্রাম ও সিকদার বাড়িসংলগ্ন বেড়েরধন নদের তিনটি পয়েন্টে ভাঙাবাঁধ এলাকা পরিদর্শন করেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান বলেন, সাগরে নিম্নচাপের প্রভাবে পায়রা ও শ্রীমন্ত নদের পানি বৃদ্ধি পেলে বাঁধ ভেঙে দোকলাখালী গ্রামের শতাধিক বাড়ি-ঘর প্লাবিত হয়েছে। ওই এলাকায় যাতে দ্রুত বেড়িবাঁধ নির্মাণ করা হয় সে ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের সাথে আলাপ করে বাঁধ নির্মাণে দ্রুত ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads