• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
বগুড়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

সারা দেশ

বগুড়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

  • বগুড়া প্রতিনিধি
  • প্রকাশিত ২৭ জুলাই ২০২১

বগুড়ার সোনাতলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার তেকানী চুকাইনগর ইউনিয়নের কাচারি বাজার সংলগ্ন পুকুরে এই ঘটনা ঘটে।

জানা গেছে, পূর্ব তেকানী গ্রামের আসাদুলের চার বছর বয়সী মেয়ে সাদিয়া ও একই গ্রামের মতিয়ার রহমানের পাঁচ বছর বয়সী ছেলে মোঃ ই্উসুফ এক সঙ্গে খেলতে খেলতে দুপুরে বাড়ির পাশে নূরুল ইসলামের পুকুরে গোসল করতে যায়। গোসল করার এক পর্যায়ে তারা গভীর পানিতে তলিয়ে যায়। দীর্ঘ সময় সাদিয়া ও ইউসুফ বাড়ি না ফেরায় বাড়ির লোকজন তাদের খোঁজাখুজি শুরু করে। এক পর্যায়ে পুকুর পাড়ে সাবানদানী পড়ে থাকতে দেখে তাৎক্ষনিক পুকুরে নেমে খোঁজাখুঁজির এক পর্যায়ে তাদের মরদেহ খুঁজে পাওয়া যায়।

সোনাতলা থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিম বলেন, দুই শিশু মৃত্যু ঘটনার খবর পেয়ে পুর্ব তেকানি গ্রামের ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, তারা প্রকৃতপক্ষেই পানিতে ডুবে মারা গেছে। এ বিষয়ে পরিবার দুুটির কোনো অভিযোগ নেই।

পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads