• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
চৌদ্দগ্রামে কঠোর লকডাউনে বাস্তবায়নে প্রশাসনের মতবিনিময়

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

চৌদ্দগ্রামে কঠোর লকডাউনে বাস্তবায়নে প্রশাসনের মতবিনিময়

  • চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
  • প্রকাশিত ২৭ জুলাই ২০২১

কুমিল্লার চৌদ্দগ্রামে কঠোর লকডাউন বাস্তবায়নে পুলিশ প্রসাশন, স্থানীয় প্রতিনিধি ও বাজার কমিটি নেতৃবৃন্দের সাথে জরুরি বৈঠক করেছেন চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন। মঙ্গলবার চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মঞ্জুরুল হকের সভাপতিত্বে বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র জিএম মীর হোসেন, সহকারী কমিশনার ভুমি আল আমিন সরকার, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা, মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আসাদুজ্জামান, চৌদ্দগ্রাম বাজার পরিচালনা কমিটির সভাপতি আকতার হোসেন পাটোয়ারী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাছির উদ্দিন, সাংবাদিক মাহবুবুর রহমান মিয়াজী, আবদুল জলিল রিপন, চৌদ্দগ্রাম বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খাঁ শামীম, কাউন্সিলর বদিউল আলম পাটোয়ারী, সাংবাদিক খোরশেদ আলম।

বেঠকে উপস্থিত সকলে করোনাকালিন সময়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার যানজট মুক্ত রাখার লক্ষ্যে রিকশা, অটোরিকশা ও সিএনজি অটোরিকশা যাতে মহাসড়কে চলাচল করতে না পারে সেজন্য পুলিশ প্রশাসনকে ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়। এছাড়া বাজারে অবৈধ দোকানপাট সরিয়ে নেয়া এবং সকাল ৮ থেকে বিকাল ৩টা পর্যন্ত কাঁচা বাজার, মুদি ও ওষুধ দোকান ছাড়া অন্য সব দোকান বন্ধ রাখার জন্য বাজার পরিচালনা কমিটিকে অনুরোধ করা হয়। অপরদিকে উপজেলার মুন্সিরহাট, ধোড়করা, মিয়াবাজার, কাশিনগর, কাদৈর ও গুণবতী বাজারসহ গুরুত্বপূর্ণ বাজারগুলোতে সরকারি নির্দেশনা মানার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

বৈঠক শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মঞ্জুরুল হকের নেতৃত্বে উপস্থিত সকলে বাজারে এসে সচেতনতামূলক প্রচার চালান। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads