• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
করোনা পরীক্ষা করতে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন যুবক

ফাইল ছবি

সারা দেশ

করোনা পরীক্ষা করতে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন যুবক

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৮ জুলাই ২০২১

ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দিতে গিয়ে ইকবাল (৪৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। 

মৃত ইকবাল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিহাইর গ্রামের সহিদুল ইসলামের ছেলে।

মৃতের স্বজনরা জানান, কয়েকদিন ধরে জ্বর-ঠান্ডায় ভুগছিলেন ইকবাল। সেজন্য করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দিতে বুধবার সকালে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতাল চত্বরে বিএমএ ভবনে নমুনা দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষার সময় হঠাৎ অচেতন হয়ে পড়েন ইকবাল। তাৎক্ষণিক তাকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সোলায়মান মিয়া জানান, মৃত ইকবালের শরীরে করোনাভাইরাসের উপসর্গ ছিল। তাকে মুমূর্ষু অবস্থায় জরুরি বিভাগে আনার পর তার মৃত্যু হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads