• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮

সারা দেশ

রাঙ্গুনিয়ায় টানা বৃষ্টিতে পাহাড় ধসে নিরাপদ আশ্রয়ে যেতে প্রচারণা

  • রাহাত মামুন, চট্টগ্রাম সংবাদদাতা
  • প্রকাশিত ২৯ জুলাই ২০২১

গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে রাঙ্গুনিয়ায় পাহাড় ধসের কারণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাহাড়ের ঢালুতে বসবাসরত সাধারণ জনগণকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং করেছে রাঙ্গুনিয়া উপজেলা ফায়ার সার্ভিস।

আজ বৃহস্পতিবার (২৯ জুলাই) সকালে উপজেলার ১নং রাজানগর ইউনিয়নের ১নং ওয়ার্ড পশ্চিম বাগাবিল সফিক টিলায় পাহাড় ধস থেকে সাধারণ জনগণকে সতর্কতার জন্য ও নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং করেন উপজেলার ফায়ার সার্ভিসের সদস্যরা।

উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার কামরুজ্জামান সুমন বলেন, কয়েকদিনের টানা বৃষ্টিতে উপজেলার বিভিন্ন স্থানে পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে তাই আমরা সাধারণ মানুষকে সতর্কতার জন্য ও নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং করেছি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads