• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮

সারা দেশ

সিলেটে ২৪ ঘন্টায় করোনায় ১২ জনের মৃত্যু

  • সিলেট প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ জুলাই ২০২১

সিলেট জুড়ে বেড়ে চলেছে করোনার আক্রমন। ২৪ ঘন্টায় সিলেটে বিভাগে ১২ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাত্ত হয়েছেন ৬৬০ জন।

সিলেট বিভাগে মোট করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৮ হাজার ৩১৪ জনে। যাদের মধ্যে সিলেট জেলায় ২১ হাজার ১১২ জন, সুনামগঞ্জে ৪ হাজার ৪৫২ জন, হবিগঞ্জ জেলায় ৪ হাজার ৪০০ জন, মৌলভীবাজারে ৫ হাজার ১৯৮ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩ হাজার ১৫২ জন।

বিভাগে নতুন শনাক্ত আক্রান্ত রোগীর ৩১২ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া বিভাগে সুনামগঞ্জ জেলার ১৩০ জন, হবিগঞ্জের ৫৩ জন ও মৌলভীবাজার জেলার বাসিন্দা ৯১ জন। এদিকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৭৪ জন রোগীর করোনা শনাক্ত হয়েছে। সিলেটে বিভাগে বুধবার (২৮ জুলাই)  দৈনিক শনাক্তের হার ৪০ দশমিক ৪৯ শতাংশ। যার ৪২ দশমিক ৭৫ শতাংশ সিলেট জেলায়, সুনামগঞ্জ ৩২ দশমিক ৮৩ শতাংশ, হবিগঞ্জে ৪০ দশমিক ১৫ শতাংশ ও  মৌলভীবাজারে ৪৫ দশমিক ৭৩ শতাংশ।

আজ বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads