• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
শ্রেণিকক্ষে চলছে পরিচ্ছন্নতার কাজ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

শ্রেণিকক্ষে চলছে পরিচ্ছন্নতার কাজ

  • কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ০৮ সেপ্টেম্বর ২০২১

আগামী ১২ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ইঙ্গিত পেয়ে প্রতিষ্ঠানগুলোতে চলছে প্রস্তুতির কাজ। পরিষ্কার করা হচ্ছে ধুলোমাখা বেঞ্চ, ব্ল্যাক বোর্ড, ক্লাস রুম। শিক্ষক-শিক্ষার্থীদের হাত ধোয়ার বেসিন স্থাপন, স্বাস্থ্যবিধি মানাতে সচেতনতা বৃদ্ধির জন্য হাত ধোয়ার সঠিক নিয়ম, মাস্ক পরার নিয়ম, হাঁচি-কাশির শিষ্টাচারও টাঙানো হচ্ছে প্রতিষ্ঠানগুলোতে।

নগরীর নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কুমিল্লা জিলা স্কুল, কুমিল্লা শিক্ষাবোর্ড মডেল কলেজ, বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজ, কুমিল্লা মডার্ন স্কুল, কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লা হাই স্কুল, শাকতলা উচ্চ বিদ্যালয়, গোবিন্দপুর সরকারি বিদ্যালয়সহ বিভিন্ন মাদরাসা, কিন্ডারগার্টেন স্কুল ঘুরে এমন দৃশ্য দেখা যায়।

নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীর অভিভাবক রিপন সরকার বলেন, দীর্ঘদিন স্কুল বন্ধের কারণে ছেলেমেয়ে বই খাতার কথা যেন ভুলেই গেছে। স্কুল খোলার খবর পেয়ে আমরা আনন্দিত। বাচ্চারা স্কুলে যেতে অপেক্ষা করছে। দুটি বছর তারা পড়াশোনা থেকে বাইরে, সরকার স্কুল-কলেজ খুলে দেয়ায় আমরা অভিভাবকরা চিন্তামুক্ত হলাম ।

ভিক্টোরিয়া কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী সাইফুল ইসলাম বলেন, ভালো একটি কলেজে ভর্তি হতে পেরে মনে খুব আনন্দ পেয়েছি। জীবনে এই সময়টির অপেক্ষায় ছিলাম। স্কুলজীবন শেষ করে কলেজ জীবনে যাব। দুঃখের বিষয় প্রথম বর্ষটি বন্ধের মধ্যেই শেষ হয়ে গেল। অবশেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার খবরে আনন্দ পাচ্ছি। অবশেষে ক্লাস করার জন্য অপেক্ষা করছি।

কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক রাশেদা আক্তার বলেন, করোনা সংক্রমণ রোধে দীর্ঘ ১৭ মাস প্রতিষ্ঠান বন্ধের পর ১২ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সরকারি ইঙ্গিত পেয়েছি। স্বাস্থ্যবিধি মেনেই আমার ক্লাস পরিচালনা করবো।

ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান নুরুল ইসলাম বলেন বলেন, স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে আমরা যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করছি। শিক্ষার্থীদের সঙ্গেও নানা মাধ্যমে নিয়মিত যোগাযোগ রাখছি। কোনোভাবেই গাদাগাদি বা ঠাসাঠাসি করে শিক্ষার্থীদের ক্লাস করার সুযোগ নেই।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads