• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
মনোহরদীতে ৩৭৬ কেজি পোনা অবমুক্তকরণ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

মনোহরদীতে ৩৭৬ কেজি পোনা অবমুক্তকরণ

  • নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিত ০৯ সেপ্টেম্বর ২০২১

নরসিংদীর মনোহরদীতে রুই জাতীয় মৎস্য পোনা অবমুক্তকরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদের পুকুরে ২০২১-২২ রাজস্ব খাতের অর্থায়নে এই পোনা অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম কাশেম। পরে উপজেলার বিভিন্ন জলমহালে মোট ৩৭৬ কেজি রুই জাতীয় মৎস্য পোনা অবমুক্ত করা হয়।

পোনা অবমুক্তকরণে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা নার্গিস সুলতানা, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আরিফুল ইসলাম, কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার ও উপজেলা শিক্ষা কর্তকর্তা সোহরাব ভুইয়াসহ প্রশাসনের কর্মকর্তারা।

এ সময় বক্তারা বলেন, কৃষি সমৃদ্ধির প্রেরণা-পথিকৃৎ জাতির পিতার সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প ২০৪১ বাস্তবায়নে মৎস্য অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নরসিংদী মাছ চাষে অগ্রসরমান ও মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ জেলা। একোয়াকালচার সমৃদ্ধ এ জেলার মাটি, পানি এবং আধুনিক চাষ প্রযুক্তি এর তিনটি বিশেষ সমন্বয় গুণেমৎস উৎপাদন ক্রমাণ¦য়ে বৃদ্ধি পাচ্ছে।দেশের মধ্যে হেক্টর প্রতি মাছ উৎপাদনে নরসিংদীর অবস্থান দ্বিতীয়। যার মধ্যে মনোহরদী উপজেলা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে। উপজেলার প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি, আর্থ- সামাজিক উন্নয়ন,রপ্তানি আয় বৃদ্ধিসহ দেশের সার্বিক উন্নয়নে উপজেলা মৎস্য অধিদপ্তর কাজ করে যাচ্ছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads