• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮

সারা দেশ

যমুনা সার কারখানার ৬১ শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে মানববন্ধন

  • মশিউর রহমান, সরিষাবাড়ী (জামালপুর)
  • প্রকাশিত ১৪ সেপ্টেম্বর ২০২১

দেশের সর্ববৃহৎ ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান জামালপুরের সরিষাবাড়ীস্থ তারাকান্দি যমুনা সার কারখানায় (জেএফসিএল) খন্ডকালিন ৬১ শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি করেছে শ্রমিকরা।

আজ মঙ্গলবার কারখানা প্রধান ফটকে এ কর্মসূচি করেন ভুক্তভোগী শ্রমিকরা। 

কারখানা ও ঠিকাদার সূত্রে জানাযায়, দীর্ঘদিন যাবৎ কারখানার দৈনিক মজুরি ভিত্তিতে চুক্তি ভিত্তিক ৪শত ২৫জন এবং খন্ডকালিন ৬১জন শ্রমিক কাজ করে আসছিল। কিন্তু ২৯-০৮-২০২১ ইং তারিখে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স জান্নাত এন্টার প্রাইজ কে, কারখানার মহাব্যাবস্থাপক প্রশাসন মোহাম্মদ মঈনুল হক এর সাক্ষরিত এক চিঠিতে বলা হয় বিশেষ অভ্যন্তরীণ নিরীক্ষা কর্তৃক আপত্তি উথ্যাপিত হওয়ায় সম্পাদিত চুক্তি নামার ৮,৯,১০,১৬ ও ৩২ নং শর্ত এবং দরপত্র বিজ্ঞপ্তির ১৭,১৮,১৯,২৫ ও ৪১ নং শর্ত আগামী ১৫ দিনের মধ্যে বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং (কাজ নাই, মজুরি নাই ভিত্তিতে) চুক্তিবদ্ধ ৪২৫জন এর অতিরিক্ত কোন দৈনিক ভিত্তিক শ্রমিকের মজুরি প্রদানের আবেদন না করার জন্য অবহিত করা হয়। এবং খন্ডকালিন ৬১ জনকে বাদ দিয়ে একটি তালিকা প্রকাশ করে। যার ফলে কারখানায় নিয়োজিত সকল দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীরা আন্দোলন শুরু করেন। পরে আইনশৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। কারখানার ব্যাবস্থাপনা পরিচালক কর্মস্থলে না থাকায় শ্রমিকদের নিকট হতে দুইদিনের সময় চেয়ে আন্দোলন স্থগিত করতে বলেন সরিষাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর রকিবুল হক।

এ বিষয়ে ঠিকাদার মোঃ সাখাওয়াত আলম (মুকুল) জানান, কারখানা কর্তৃপক্ষ আমার সাথে কোন আলোচনা না করেই ৬১ জন খন্ডকালিন শ্রমিক বাদ দিয়ে দেয়। এতে কারখানায় বিভিন্ন বিভাগে দায়ীত্বে নিয়োজিত শ্রমিকদের প্রতি অমানবিক আচরণ করা হয়েছে। আমি এ সিদ্ধান্তকে দ্রুত বাতিলের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে কারখানার মহাব্যাবস্থাপক প্রশাসন মোহাম্মদ মঈনুল হক বলেন, দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিক রয়েছে ৪৮৬জন এর মধ্যে আমাদের অনুমোদন আছে ৪২৫ জন ,৬১ জন বেশি আর এই বেশিটা আমরা বাদ করে দিয়েছি। আমরা প্রয়োজনে এটা করতে পারবো কর্তৃপক্ষকে এ সকল শ্রমিকের চুক্তি ভিত্তিক হিসাবে নিয়োগের আবেদন করতে পারবো। তার পর উর্ধ্বতন কর্তৃপক্ষের ব্যাপার।

এসময় কর্মসূচিতে বক্তব্য রাখেন, ঠিকাদার মোঃ সাখাওয়ত আলম, লোড়- আনলোড় ঠিকাদার প্রতিনিধি, রইচ উদ্দিন, আজমত আলী, পরিবহন শ্রমিক নেতা মোজাম্মেল হক টিটু প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads