• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮

সারা দেশ

হালুয়াঘাটে জামবিলে নিষিদ্ধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস

  • মোঃ রফিকুল্লাহ চৌধুরী মানিক, হালুয়াঘাট প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ সেপ্টেম্বর ২০২১

ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলার বিলডোরা ইউনিয়নের জামবিল এলাকার গোদারিয়া নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সরকার কর্তৃক নিষিদ্ধকৃত বক জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

মৎস্যসম্পদ রক্ষায় অবৈধ কারেন্ট জাল ও বক জাল নির্মূলের লক্ষ্যে আজ মঙ্গলবার দুপুরে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ এর আওতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুর রহমান।

এ সময় ভ্রাম্যমান আদালতের সঙ্গে ছিলেন উপজেলা মৎস্য অফিসার মো. ফরিদুল ইসলাম ও হালুয়াঘাট থানা পুলিশ সদস্য।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সরকার কর্তৃক নিষিদ্ধকৃত ৫০ বর্গমিটার বক জাল আগুনে পুড়িয়ে ধ্বংস ও নদী হতে স্বাভাবিক পানি প্রবাহের বাঁধা অপসারণ করা হয়।

সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.তৌহিদুর রহমান এ বিষয়ে বলেন, জাল ধরা স্থানে কাউকে পাওয়া যায় নাই, পাইলে জাল ধরার ধারা অনুযায়ী শাস্তি দিতাম, আরো বলেন সরকার কর্তৃক নিষিদ্ধকৃত কারেন্ট জাল ও বক জাল দিয়ে কোন অবস্থাতেই মাছ ধরা যাবে না। এটি দন্ডনীয় অপরাধ। এ ব্যাপারে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। জনগনকে এ বিষয়ে আরো সচেতন হওয়ার আহবান জানান তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads