• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
শ্রীপুরে দেশীয় অস্ত্রের মহড়া কলেজ ক্যাম্পাসে

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

শ্রীপুরে দেশীয় অস্ত্রের মহড়া কলেজ ক্যাম্পাসে

  • শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ১৮ সেপ্টেম্বর ২০২১

গাজীপুরের শ্রীপুরে নিজেদের আধিপত্য দেখাতে নামধারি ছাত্রলীগ কর্মীরা সসস্ত্র মহড়া দিয়েছে কলেজ ক্যাম্পাসে। আজ দুপুরে শ্রীপুর মুক্তিযোদ্ধা অ্যাড.রহমত আলী সরকারি কলেজ ক্যাম্পাসে আধিপত্য দেখানোর জন্য শ্লোগান দিতে দিতে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয় ছাত্রলীগ। এ সময় ছাত্রদল সর্মথিত সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বহুদিন পর ক্যাম্পাসে আসা শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে সাধারন শিক্ষার্থীরা দৌঁড়ে পালান ক্যাম্পাস ছেড়ে। পরে খবর পেয়ে দ্রুত পুলিশ ক্যাম্পাসে প্রবেশ করলে অস্ত্রবাজরা পালিয়ে যায়। এ ব্যাপারে পুলিশ আইনগত ব্যবস্থা নিবে বলে জানানো হয়েছে।  

প্রতক্ষ্যদর্শী সাধারণ শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। খোলার পরে কলেজে উপস্থিতি বেড়েছে। আজ আচমকা ছাত্রলীগ নামধারি কিছু উশৃঙ্খল ছেলে রাম দা নিয়ে শ্লোগান দিতে দিতে ক্যাম্পাসে প্রবেশ করে। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে কলেজ ক্যাম্পাসে। পরে পুলিশ আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

মুক্তিযুদ্ধা রহমত আলী বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রদলের আহবায়ক ইমরান মৃধা বলেন, স্বাভাবিক দিনের মতো কলেজ ক্লাস করতে যাওয়ার পরপরই প্রশাসনিক ভবনের কাছ থেকে একটি মিছিল নিয়ে ছাত্রদলের শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালায় ছাত্রলীগ কর্মীরা । এতে কমপক্ষে ছাত্রদলের ৫ জন আহত হয়েছে।

তিনি আরো জানান, হামলা ও অস্ত্র মহড়ার নেতৃত্ব দেয় সাইফ হোসাইন,শাওন আহমেদ, কাউসার, মেহেদী হাসান। এ সময় তাদের হাতে বড় বড় রাম দা ছিল। এতে আতঙ্কিত হয়ে পড়ে সাধারন শিক্ষার্থীরাও।

উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. জাকিরুল হাসান জিকো বলেন, এরা ছাত্রলীগের নামধারী কর্মী। কোনো পদ পদবী নেই। ছাত্রলীগ সন্ত্রাসী কর্মকাণ্ডে বিশ্বাসী না। ছাত্রলীগ একটি আর্দশের সংগঠন। ছাত্রলীগের আড়ালে এরা দুর্বৃত্ত। দ্রুত এদের আইনের আওতায় আনা হোক। 

শ্রীপুর থানার ওসি (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূইয়া বলেন,  খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে কলেজ ক্যাম্পাসে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads