• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
ময়মনসিংহ পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তার ২৩

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

ময়মনসিংহ পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তার ২৩

  • ময়মনসিংহ ব্যুরো
  • প্রকাশিত ২০ সেপ্টেম্বর ২০২১

গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবা, হেরোইন, বিদেশি বিয়ার ও মদসহ ৯ মাদক ব্যবসায়ী, ৮ জুয়ারি এবং বিভিন্ন মামলার ৬জনসহ সর্বমোট ২৩ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালী মডেল থানা পুলিশ।

সোমবার ভোরে কোতোয়ালী মডেল থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৭লিটার দেশীয় মদ ৪৭পিস ইয়াবা ও এক বোতল বিদেশী মদসহ ৫ মাদক ব্যবসায়ী এবং অন্যান্ন মামলায় আরও ৬জনসহ ১১জনকে গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ।

একই সময় জেলা গোয়েন্দা পুলিশ ডিবি নগরীর আকুয়া মড়ল বাড়ি এলাকা থেকে তাস দিয়া জুয়া খেলারত অবস্থায় ৮ জুয়ারীকে গ্রেফতার করে। এ ছাড়াও রবিবার গভীর রাতে জেলার ফুলবাড়িয়া থানা এলাকা থেকে হেরোইনসহ ৩মাদক ব্যবসায়ী এবং নগরীর জেলা স্কুল মোড় থেকে ইয়াবসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

গ্রেফতারকৃত আসামীদেরকে সোমবার দুপুরে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ ও জেলা গোয়েন্দা পুলিশ ডিবির ওসি সফিকুল ইসলাম।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads