• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯

সারা দেশ

সীমান্তে বিএসএফের গুলিতে ভারতীয় নাগরিক নিহত

  • রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি
  • প্রকাশিত ২১ সেপ্টেম্বর ২০২১

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ছাটকড়াইবাড়ী সীমান্তের কাছে ভারতের অভ্যন্তরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মোঃ মুহাম্মাদ আলী (২৮) নামের এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। নিহত মুহাম্মাদ আলী ভারতের আসাম প্রদেশের হাটশিংগিমারী থানার পুরান ছাটকড়াইবাড়ীর মন্ডল কান্দি গ্রামের মো. জাকির হোসেনের ছেলে। তিনি স্থানীয় এক কলেজের প্রথম বর্ষের ছাত্র।

সীমান্তে খোঁজ নিয়ে জান যায়, সোমবার (২০ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে আন্তর্জাতিক সীমান্ত মেইন পিলার ১০৫৬ দিয়ে মুহাম্মাদ আলী সহ একদল চোরাকারবারি আড়কি (বাঁশ দিয়ে তৈরি বিশেষ যন্ত্র) দিয়ে বাংলাদেশে গরু পারাপারের জন্য সীমান্তে গেলে ভারতের দ্বীপচর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় মুহাম্মাদ আলী নামে ঐ ভারতীয় নাগরিক নিহত হন।

সীমান্তে গুলি করে হত্যার বিষয়ে জানতে চাইলে দাঁতভাঙ্গা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার জয়েন উদ্দিন বলেন, বিএসএফের গুলিতে ভারতীয় এক নাগরিক নিহত হওয়ার খবর শুনেছি। পরে নিশ্চিত হয়েছি সে বাংলাদেশি নাগরিক না।

এ ব্যপারে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মুনতাসির মামুন (পিএসসি) সাথে একাধিক বার মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads