• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯

সারা দেশ

হালুয়াঘাটে বিতর্কিত ব্যক্তি পেল আওয়ামী লীগের ইউপি মনোনয়ন

  • মোঃ রফিকুল্লাহ চৌধুরী মানিক, হালুয়াঘাট প্রতিনিধি
  • প্রকাশিত ১২ অক্টোবর ২০২১

দ্বিতীয় ধাপের আসন্ন ৮৪৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন ৪ হাজার ৪৫৮ জন প্রার্থী। এর মধ্যে ৮৪৮ জনকে দলীয় ইউনিয়ন পরিষদ মনোনয়ন দেওয়া হয়েছে। 

এদিকে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার ধুরাইল  ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ওয়ারেস উদ্দাম সুমন পেলেন আওয়ামীলীগের মনোনয়ন। উল্লেখ্য, ইতিমধ্যেই  একটি অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায় ১০ নং ধুরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়ারেস উদ্দিন সুমনকে এক নারীর সঙ্গে যৌনকাজে লিপ্ত। তার বিরুদ্ধে ১০শে অক্টোবর মানববন্ধন ও বক্তব্য দেন—  ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বাদশা, শফিকুল ইসলাম  লিটন, জাহাঙ্গীর আলম ও শেখ সেলিম বাতেনের নেতৃত্বে প্রতিবাদ, ঝাড়ু  মিছিল ও মানবন্ধনে প্রায় আট শতাধিক এলাকাবাসী অংশগ্রহণ করেন।

বির্তকিত এই ব্যক্তিকে নৌকা পাওয়ায় এলাকাজুড়ে চরম ক্ষোভ বিরাজ করছে আওয়ামী লীগ সমর্থিত জনগন সহ সাধারন মানুষের মনে। জনগনের মনে এখন প্রশ্ন বিরাজ করছে এরম খারাপ মানুষ মনোনয়ন পেলে আমরা আওয়ামী লীগ করে কি লাভ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads