• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯

সারা দেশ

সাম্প্রদায়িক হামলা ও ভাংচুরের প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন

  • বগুড়া প্রতিনিধি
  • প্রকাশিত ২২ অক্টোবর ২০২১

সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে ঐকবদ্ধ ও দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমুলক শাস্তির জানিয়ে শুক্রবার বগুড়ায় জাতীয় হিন্দু মহাজোট ও ছাত্র ইউনিয়ন মানববন্ধন করেছে।

বেলা ১১টা থেকে দুপুর বারোটা পর্যন্ত শহরের কেন্দ্রস্থল সাতমাথায় এই কর্মসুচী পালন করা হয়।

বক্তারা পুজামন্ডপে হামলা ও প্রতিমা ভাংচুরের প্রতিবাদ জানিয়ে বলেন, এটা কোন বিচ্ছিন্ন ঘটনা নয়, সরকারের দায়িত্ব হামলা ও প্রতিমা ভাংচুরকারীদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া। হামলাকারী অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ ও সম্প্রীতিরবন্ধনে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান হয়।

ছাত্র ইউনিয়েনের বিক্ষোভ ও মানবন্ধনের সময় বক্তব্য রাখেন, সিপিবি বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, সিপিবি নেতা সন্তোষ কুমার পাল, হাসান আলী শেখ, ছাত্র ইউনিয়ন বগুড়া সংসদের সভাপতি সাদ্দম হোসেন, সাধারণ সম্পাদক সোহানুর রহমান প্রমখ। হিন্দু মহাজোটের বিক্ষোভ ও সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্র্রীয় কমিটির মহাসচিব গোবিন্দ চন্দ্র, সিনিয়র সহসভাপতি প্রদীপ কুমার পাল, ছাত্র কমিটির সভাপতি সাজন কৃঞ্চবল, জেলা কমিটির সভাপতি ভীম সরকার, সাধারণ সম্পাদক ডা, অভিজিৎ কুমার সরকার প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads