• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
কালিয়াকৈর পৌরসভায় নৌকা প্রতীক পেলেন রেজাউল করিম রাসেল 

সংগৃহীত ছবি

সারা দেশ

কালিয়াকৈর পৌরসভায় নৌকা প্রতীক পেলেন রেজাউল করিম রাসেল 

  • কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২২ অক্টোবর ২০২১

গাজীপুরে কালিয়াকৈর পৌরসভার নৌকার প্রতীক পেলেন রেজাউল করিম রাসেল। দীর্ঘ ১০ বছর বিভিন্ন জটিলতায় আটকে থাকার পর পৌরসভাটিতে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে পৌর বাসী আনন্দিত।

আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে কালিয়াকৈর পৌরসভা নিবার্চন অনুষ্ঠিত হবে। এখানে মোট ভোটার ৯৫ হাজার ৪৩৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪৮ হাজার ৫০১ জন ও নারী ভোটার ৪৬ হাজার ৯৩৪ জন। মোট কেন্দ্র সংখ্যা ৪১টি এবং ২৭৬টি বুথে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পয়র্ন্ত একযোগে যোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে নৌকা মার্কা নিয়ে নির্বাচন করবেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সফল সাবেক উপজেলার চেয়ারম্যান রেজাউল করিম রাসেল। 

এ বিষয়ে রেজাউল করিম রাসেল বলেন, একটি কুচক্রী মহলের কাছে পৌরসভা জিম্মি ছিল। পৌরবাসীর জীবন মান উন্নয়ন হয়নি। দল আমাকে মনোনয়ন দিয়েছে। ইনশাআল্লাহ প্রিয় পৌরবাসীর স্বতঃস্ফূর্ত ভোটে নির্বাচিত হয়ে জনগণের সেবা করব।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads