• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯

সারা দেশ

সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে ঈশ্বরদীতে গণঅনশন ও বিক্ষোভ

  • ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ অক্টোবর ২০২১

সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে ঈশ্বরদীতে গণঅনশন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ঈশ্বরদী উপজেলা ও পৌর শাখা।

আজ শনিবার সকাল ১১টা থেকে এই কর্মসূচি শুরু হয়ে বেলা ১২টা পর্যন্ত চলে।

সংগঠনের উপজেলা সভাপতি সন্তোষ সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা সিরাজ উদ্দীন বিশ্বাস, প্রেসক্লাবের সভাপতি ও মৌবাড়িয়া মন্দির কমিটির সাধারণ সম্পাদক স্বপন কুমার কুন্ডু, সাবেক ভিপি মুরাদ মালিথা, আসাদুর রহমান বীরু, পূজা উদযাপন পরিষদ ঈশ্বরদী উপজেলা কমিটির সভাপতি সুনীল চক্রবর্তী, হিন্দু মহাজোটের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক দেবদুলাল রায়, পূজা উদযাপন পরিষদ উপজেলা কমিটির সম্পাদক গণেশ সরকার, পৌর কমিটির সম্পাদক তাপস সাহা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ উপজেলা কমিটির সহ-সভাপতি বাবু পান্ডে, উৎপল সরকার, যুগ্ম সম্পাদক ডা. সুজয় কুন্ডু তাপস, পৌরশাখার সভাপতি পার্থপ্রতীম দাস, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন দাস, তপতী লাহেড়ী, দীপু রায়, পাকশীর হরিজন কলৌনির দুলাল কুমারসহ বিভিন্ন  সংগঠনের নেতৃবৃন্দ।

হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির, বাড়িঘর ও স্থাপনায় যেসব হামলা ও সহিংসতার ঘটনা ঘটেছে, তার প্রতিবাদে সরকার যে জিরো টলারেন্স ঘোষণা করেছে, সেটার দ্রুত বাস্তবায়ন ও সাম্প্রদায়িক চক্রান্ত প্রতিরোধে এই কর্মসূচি বলে পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে।

এ সময় নেতাকর্মীরা সংখ্যালঘু সম্প্রদায়ের সার্বিক নিরাপত্তার লক্ষ্যে 'সংখ্যালঘু সুরক্ষা আইন' পাস ও সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন করাসহ পাঁচ দফা দাবি জানায়। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ডাকে কর্মসূচিতে বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টু, খেলাঘর কেন্দ্রিয় কমিটির সদস্য হাসানুজ্জামান, হিন্দু মহাজোট উপজেলা কমিটির সভাপতি আশুতোষ পাল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ উপজেলা কমিটির সহ-সভাপতি প্রদীপ কুমার রাম, পৌর সম্পাদক সুকুমার চক্রবর্তী, পূজা উদযাপন পরিষদ পৌর কমিটির সভাপতি প্রশান্ত কুন্ডু হারু, শিবু কর্মকার, মহাজোট পৌর কমিটির সভাপতি উত্তম সাহা, সম্পাদক সুমন সাহা, রাজেশ সরাফ, হিমাংশু সরকার, দীপঙ্কর কুমার, সুবাস সরকার ,অপূর্ব রায়, সন্তোষ দাস, সিজান কুমারসহ  বেশ কয়েকটি হিন্দু সংগঠনের চার শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক গোপাল অধিকারীর পরিচালনায় বিক্ষোভে দ্রুত সকল সহিংসতার বিচার দাবি করা হয়। দাবি বাস্তবায়ণ না হলে আগামীতে কঠোর কর্মসূচী গ্রহণের কথা বলা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads