• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
মেহেরপুর জনতা ব্যাংক শাখায় অটোমেটেড চালান প্রক্রিয়ার উ‌দ্বোধন

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

মেহেরপুর জনতা ব্যাংক শাখায় অটোমেটেড চালান প্রক্রিয়ার উ‌দ্বোধন

  • মেহেরপুর প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ অক্টোবর ২০২১

জনতা ব্যাংক লিমিটেডের মেহেরপুর শাখায় অটোমেটেড চালান প্রক্রিয়া উ‌দ্বোধন করা হ‌য়ে‌ছে। আজ শ‌নিবার এ উপলক্ষে এক র‌্যা‌লি ও আ‌লোচনার সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় জনতা ব্যাংক লিমিটেড মেহেরপুর শাখার ব্যবস্থাপক মো. আনোয়ারুল কাদির ব‌লেন, এখন থে‌কে জনতা ব‌্যাংকের এ শখায় সরকারি রাজস্ব ফি যেমন পাসপোর্ট, আয়কর, ভ্যাট, শুল্ক এর অর্থ জমা নেওয়ার প্রক্রিয়া শুরু হ‌লো। সাধারণ মানুষ হয়রা‌নি ছাড়াই সহ‌জে রাজস্ব জমা কর‌তে পার‌বে।

র‌্যালি ও আ‌লোচনা সভায় অংশ নেন জনতা ব্যাংক লিমিটেড রেল বাজার শাখা চুয়াডাঙ্গার ম্যানেজার মো. হুমায়ুন কবীর, মেহেরপুর শাখার কর্মকর্তা মো. হামিদুল ইসলাম, মো. জিয়াউর রহমানসহ  মেহেরপুর ও  বামুন্দী  শাখার কর্মকর্তা ও কর্মচারীরা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads