• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
স্বামী ও বাবার পরিবার নওমুসলিম স্বপ্নার লাশ গ্রহন করেনি

প্রতীকী ছবি

সারা দেশ

স্বামী ও বাবার পরিবার নওমুসলিম স্বপ্নার লাশ গ্রহন করেনি

  • গৌরনদী প্রতিনিধি
  • প্রকাশিত ২৪ অক্টোবর ২০২১

মৃত্যুর পরেও স্বামীর বাড়িতে কবরের জন্য শেষ জায়গাটুকু হয়নি নওমুসলিম গৃহবধু স্বপ্না বেগমের (৩০)। অবশেষে স্থানীয় এক ব্যক্তির সম্পত্তিতে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা শনিবার দিবাগত রাতে পানিতে ডুবে মৃত্যুবরণ করা স্বপ্না বেগমের দাফন কাজ সম্পন্ন করেছেন।

ঘটনাটি জেলার আগৈলঝাড়া উপজেলার ফুল্লশ্রী গ্রামের। স্থানীয় সাবেক ইউপি সদস্য আসাদ খলিফার মহতি উদ্যোগে তার মালিকানাধীন সম্পত্তিতে স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ং স্টার ক্লাবের সদস্যরা জানাজা শেষে নওমুসলিম স্বপ্না বেগমের দাফন সম্পন্ন করেছেন। এর আগে শুক্রবার সকালে ভাড়া বাড়ির পুকুরে কাজ করতে গিয়ে পানিতে ডুবে মারা যায় এক সন্তানের জননী স্বপ্না বেগম।

স্থানীয়রা স্বপ্নার লাশ পুকুরে ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেয়ার পর পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন। রবিবার সকালে থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, উপজেলার আস্কর গ্রামের সুভাষ বিশ্বাসের মেয়ে স্বপ্না পরিবারের অমতে গত আট বছর পূর্বে ধর্ম ত্যাগ করে গৌরনদী উপজেলার শাহজিরা গ্রামের রিপন বেপারীকে বিয়ে করেন। বিয়ের পর থেকে বাবার পরিবারের সাথে রিপন ও স্বপ্নার কোন যোগাযোগ ছিলো না। তারা আগৈলঝাড়া থানা সংলগ্ন কুয়াতিয়ারপাড় গ্রামের শাহ আলম হাওলাদারের ভাড়া বাসায় বসবাস করে আসছিলো। স্বপ্নার মৃত্যুর পর তার স্বামী রিপন বেপারীর সাথে পুলিশ একাধিকবার যোগাযোগ করেও তার কোন সন্ধান পায়নি।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, রিপন মেয়েদের সাথে প্রতারণা করে একাধিক বিয়ে করেছে। থানা পুলিশ সূত্রে আরও জানা গেছে, স্বপ্নার মৃত্যুর পর তার লাশ গ্রহন ও দাফনের জন্য বাবা-বা ও স্বামীর পরিবারের কোন লোক পাওয়া যায়নি। তবে স্বপ্নার শিশু কন্যাকে পুলিশ তার বাবার বাড়িতে রেখে এসেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads