• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪২৯
শ্রীপুরে বৃদ্ধের মৃত্যু নিয়ে রহস্য

প্রতীকী ছবি

সারা দেশ

শ্রীপুরে বৃদ্ধের মৃত্যু নিয়ে রহস্য

  • শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ৩০ অক্টোবর ২০২১

গাজীপুরের শ্রীপুরে হেলাল উদ্দীন (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যুকে ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর দাবি, নিহতের সন্তানের প্রহারেই বৃদ্ধ ব্যক্তির মৃত্যু হয়। তবে অভিযুক্ত ছেলের দাবি বাবা মাদকাসক্ত ছিলেন। ঘটনার দিন বাকবিতণ্ডা হলেও স্বাভাবিক মৃত্যু হয়েছে তার বাবার। তবে এ ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘ সময় সড়কের পাশে মরদেহ পড়েছিল। স্থানীয়রা বাঁধা দেওয়াতে এমন পরিস্থিতির সৃষ্টি হয় বলে নিহতের  অন্য স্বজনরা দাবি করেন। পরে খবর পেয়ে রাতে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশ বলছে ময়না তদন্তের রিপোর্ট পেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার রাতে মাওনা  ইউনিয়নের নিজমাওনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হেলাল উদ্দীন গাজীপুর সদরের তেলিপাড়া গ্রামের মৃত আবদুল বারীর ছেলে। বহু বছর ধরে নিজমাওনা এলাকায় বাড়ি করে বসবাস করছেন হেলাল উদ্দীন পরিবার নিয়ে।

এলাকাবাসিদের অভিযোগ, ছেলে আবদুল কাদির তার বাবাকে মারধর করেছে। বিকালে বাড়ির পাশে দোকান মোড়ে এসে এমন কথাও জানান হেলাল উদ্দীন। পরে বিকালে ফার্মেসিতে ওষুধ কিনতে গেলে তার মৃত্যু হয়। এ সময়  এলাকাবাসি ছেলের এমন আচরনে ক্ষোভ প্রকাশ করেন। পরে খবর পেয়ে রাতে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

অভিযোগ অস্বীকার করে নিহতের ছেলে আবদুল কাদির বলেন, তার বাবা মাদক সেবন করতো। তিনি মাদকাসক্ত ছিলেন। এর জেরে মাঝে মধ্যে তার বাবাকে মাদক সেবনে বাঁধা দেওয়া হতো।  তাকে মারধরের কোনো ঘটনা ঘটেনি। তবে বাকবিতণ্ডা হয়েছে মাদক সেবন নিয়ে। শুক্রবার তিনি এক ফার্মেসিতে ওষুধ কিনতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে তার মৃত্যু হয়। তিনি অভিযোগ করে বলেন, আমার বাবার স্বাভাবিক মৃত্যু নিয়ে স্থানীয়রা জটিলতা তৈরি করেছেন। বাবা মাদকাসক্ত ছিলেন সবাই জানে। তবুও মৃত্যুর পর লাশ বাড়িতে নিতে দেয়নি। সড়কের পাশেই পড়েছিল বিকাল থেকে রাত পর্যন্ত। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

গাজীপুর ইউপি ৯ নম্বর ওয়ার্ড সদস্য মো. জাকির হোসেন বলেন, বৃদ্ধ লোকটির মৃত্যু নিয়ে একটি রহস্য সৃষ্টি হয়েছে। নিহতের ছোট বোন লাশ দাফনে বাঁধা দেয়। পাশাপাশি গ্রামবাসীও বাঁধা দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। 

শ্রীপুর  মডেল থানার ওসি (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূইয়া বলেন, খবর পেয়ে রাত সাড়ে নয়টার দিকে  ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads