• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
পাখিপ্রেম...

ছবি বাংলাদেশের খবর

সারা দেশ

পাখিপ্রেম...

  • প্রকাশিত ২৭ নভেম্বর ২০২১

জিল্লুর রহমান, মঠবাড়িয়া (পিরোজপুর) 

নিজাম জমাদ্দার নামে এক পাখিপ্রেমীর হাতে খাবার খেয়ে শালিকদের দিন শুরু হয়। নিজাম ও শালিকের মধ্যে দীর্ঘদিনের এই সখ্য এলাকায় বেশ সাড়া ফেলেছে। প্রতিদিন সকালে উৎসুক লোকজন পাখিদের খাবার দেওয়া দেখতে আসেন। নিজাম জমাদ্দার মঠবাড়িয়া উপজেলার মিরুখালী বাজারের পরোটা-শিঙাড়া-পুরি বিক্রেতা এবং ওয়াহেদাবাদ গ্রামের আনেচ জমাদ্দারের ছেলে।

সরেজমিনে দেখা যায়, প্রতিদিন ভোরে (সূর্য ওঠার আগে) দোকান খোলার আগেই নিজাম জমাদ্দারের দোকানের টিনের চালায় শত শত শালিক পাখি জড়ো হতে থাকে। শালিকের কিচিরমিচির শব্দে এলাকা মুখরিত হয়ে ওঠে। নিজাম দোকান খুলে আগের দিনের রেখে দেওয়া পরোটা ও পুরি টুকরা টুকরা করে দোকানের সামনে ছড়িয়ে দিলে ঝাঁকে ঝাঁকে শালিক রাস্তায় নেমে আসে। খাবার খেয়ে তারা আবার চলে যায়। ফজরের নামাজ পড়ে বের হওয়া মুসল্লিরা প্রতিদিন নিজাম ও শালিকের সখ্য উপভোগ করেন।

মিরুখালী ইউনিয়ন কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা ইলিয়াচ জানান, নিজামের কাজটি অত্যন্ত প্রশংসনীয়। নিজাম জমাদ্দার জানান, পাখিদের খাওয়াতে পেরে ভাগ্যবান মনে করেন। এ জন্য তার প্রায় এক থেকে দেড়শ টাকা খরচ হয় বলে তিনি জানান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads