• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
গোয়ালন্দে গরু চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

গোয়ালন্দে গরু চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার

  • গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
  • প্রকাশিত ০১ ডিসেম্বর ২০২১

রাজবাড়ীর গোয়ালন্দে গরু চোর চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ছোট-বড় ৪টি গরু উদ্ধার করা হয়েছে। 

বুধবার (০১ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- গোয়ালন্দ উপজেলার চর দৌলতদিয়ার হাছেন মোল্লাপাড়ার মৃত সালাম শেখের বড় ছেলে জামাল শেখ (৩০) ছোট ছেলে হারুন শেখ (২০)।

এজাহার সূত্রে জানা যায়, গোয়ালন্দ ঘাট থানার সাইনবোর্ড এলাকায় এসআই দেওয়ান শামীম খান সঙ্গীয় ফোর্সসহ বুধবার সকালে ডিউটি করা কালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন বাহিরচর দৌলতদিয়া ছাত্তার মেম্বার পড়া সাকিনস্হ ৭ নং ফেরি ঘাটের মাথায় কতিপয় ব্যক্তি চোরাইকৃত গরু বেচাকেনা করছে। সংবাদের বিষয়টি অফিসার ইনচার্জকে জানিয়ে ঘটনাস্থলে পৌঁছালে দেখা যায় ৬-৭ জন ব্যক্তি ৪টি গরু নিয়ে দাঁড়িয়ে আছে পুলিশের উপস্থিতি টের পেয়ে গরু ফেলে দৌড়াইয়া পালানোর সময় স্থানীয় লোকজনের সহায়তায় চোর চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, চোর চক্রের অন্যান্য পলাতক সদস্যদের ধরতে পুলিশ তৎপর রয়েছে। আসামিদের বিরুদ্ধে মামলা দিয়ে বুধবার রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads