• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
আ.লীগের গলার কাটা বিদ্রোহীরা!

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

ইউপি নির্বাচন

আ.লীগের গলার কাটা বিদ্রোহীরা!

  • মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ২০ ডিসেম্বর ২০২১

আগামী ৫ই জানুয়ারি অনুষ্ঠেয় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ৮ ইউপির নির্বাচন। এ নির্বাচনে আ.লীগের দলীয় প্রার্থীদের দলীয় মনোনয়ন দেয়া হলেও কেন্দ্রীয় আ.লীগকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আটটির মধ্যে চার ইউপিতেই আ.লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে নেমে ভোটযুদ্ধে ঝাপিয়ে পড়েছেন একাধিক প্রার্থী। যে কারণে ওইসব ইউপিতে আ.লীগের ভরাডুবির আশঙ্কা রয়েছে বলে মনে করেন দলের নেতারা।

এ নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে যারা মনোনয়ন দাখিল করেছেন তারা হলেন- মহেড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান বাদশা মিয়া, আনাইতারা ইউনিয়ন আ.লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল (ময়নাল), সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উয়ার্শী ইউনিয়ন আ.লীগের সভাপতি মো. আব্দুল্লাহ হেল বাকী, সাধারণ সম্পাদক মনির হোসেন খান, বাশঁতৈল ইউনিয়ন আ.লীগের সাবেক চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক সামছুল আলম, ইউনিয়ন আ.লীগের প্রস্তাবিত কমিটির সদস্য হেলাল দেওয়ান।

এদিকে উক্ত ৮ ইউনিয়নে যারা নৌকার মনোনয়ন পেয়েছেন তারা হলেন- মহেড়ার বিভাস সরকার নুপুর, জামুর্কীর মো. ইলিয়াস মিয়া, বানাইলের মো. আনিছুর রহমান, আনাইতারার মীর শরীফ হোসেন, ভাতগ্রামের মোবারক হোসেন সিদ্দিকী, বাঁশতৈল’র আতিকুর রহমান মিল্টন, গোড়াই’র হুমায়ুন কবীর, উয়ার্শী’র মাহবুব আলম মল্লিক। 

এর মধ্যে, মাহবুব আলম মল্লিক মনোনয়ন ঋণখেলাপির দায়ে মনোনয়নপত্র বাতিল হয়েছে। তবে তিনি মনোনয়ন বৈধতা ফিরে পেতে হাইকোর্টে আপিল করেছেন বলে জানা গেছে।

এছাড়া উক্ত ৮ ইউপিতে আ.লীগ, স্বতন্ত্রের নামে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল ও স্বতন্ত্র থেকে মোট ৪০ চেয়ারম্যান প্রার্থী, মেম্বার প্রার্থী ২৯৫ ও সংরক্ষিত মহিলা আসনে ৮৮ প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন। ১২ চেয়ারম্যান প্রার্থী, ৮ মেম্বার প্রার্থী ও সংরক্ষিত মহিলা আসন থেকে ৫ প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন। গতকাল সোমবার উপজেলা নির্বাচন অফিস ও অন্যান্য রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচনের প্রতীক বরাদ্দ দেয়া হয়।

বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে দল থেকে কি সিদ্ধান্ত নেয়া হবে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু বলেন, আমরা বিদ্রোহীদের তালিকা তৈরি করছি। দু,একদিনের মধ্যেই তাদের বহিষ্কার করা হবে এবং যদি উয়ার্শী ইউপিতে নৌকার প্রার্থীর মনোনয়ন বাতিল হয় তাহলে আমরা উন্মুক্ত করে দিবো।

প্রসঙ্গত, উক্ত ৮ ইউপিতে মোট ভোটার দুই লাখ চারহাজার সাতশত সাতান্ন জন। এদের মধ্যে পুরুষ এক লাখ দুই হাজার ৭৬২ ও মহিলা এক লাখ এক হাজার নয়শত নব্বই জন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads