• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯

সারা দেশ

আমহাটি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের ভিত্তি প্রস্তরের মোড়ক উন্মোচন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৬ ডিসেম্বর ২০২১

নাটোরের কালিকাপুর আমহাটি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের ভিত্তি প্রস্তর ফলকের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল শনিবার (২৫ ডিসেম্বর) এক আনন্দঘন পরিবেশে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের ভিত্তি প্রস্তর ফলকের মোড়ক উন্মোচন করেন বীর মুক্তিযোদ্ধা মো: আজিজুল ইসলাম ভূইয়া, সম্পাদক, বাংলাদেশের খবর ও বাংলাদেশ নিউজ ও বাংলাদেশ সংবাদ সংস্থার প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক।

ইতিপূর্বে তিনি মাদ্রাসা কমিটির সভাপতি মাওলানা বজলুর রহমানের হাতে প্রকল্পের জন্য দানশীল ব্যক্তিদের দেওয়া নগদ টাকা ও প্রকল্পের জমির দলিল হস্তান্তর করেন। এই প্রকল্পে ৬তলা মাদ্রাসা, তিনতলা মসজিদ ভবন, এতিমখানা ও ১৬ শতকের একটি মাঠ তৈরী করা হবে।

সভায় সংক্ষিপ্ত বক্তব্যে জনাব আজিজুল ইসলাম ভূইয়া বলেন, বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ ও অসাম্প্রদায়িক। কোন ধর্মীয় মহৎ উদ্যোগের জন্য বাংলাদেশে কখনও টাকার অভাব হয়না।

তিনি আরো বলেন, অসৎ ব্যক্তি, ঘুষখোর মোনাফেক এবং ভোট পাওয়ার জন্য যারা লোক দেখানোর জন্য টাকা প্রদান করেন মসজিদ মাদ্রাসার নির্মাণের জন্য পবিত্র কাজে তাদের টাকা গ্রহনকরা বাঞ্ছনীয় নয়। মাঠ কমিটির সভাপতি রফিকুল ইসলাম আশা প্রকাশ করেন যে এই ইসলামিক কমপ্লেক্সে একটি আধুনিক মাঠ নির্মাণ করা হবে।

এরপর দুপুরে সকলের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয় এবং রাতভর বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads