• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
গাছের সাথে এ কেমন শত্রুতা!

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

গাছের সাথে এ কেমন শত্রুতা!

  • আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ ডিসেম্বর ২০২১

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাতের আধারে কাজী একলাছ মিয়া নামে এক কৃষকের ১৮টি মাল্টা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার গভীর রাতে উপজেলার উত্তর ইউনিয়নের চানপুর গ্রামে এ ঘটনা ঘটে। এতে ওই কৃষকের প্রায় অর্ধ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায়।

জানা যায়, চানপুর গ্রামে বাড়ি সংলগ্ন প্রায় ২ বিঘা জমিতে মাল্টা বারি-১ জাতের ১২০টি গাছ রোপন করেন কৃষক একলাছ। অনেক গাছে আগাম কিছু ফল রয়েছে। তবে বেশী ভাগ গাছে সামনে ফলন আসবে। এরইমধ্যে রাতের আধারে কে বা কাহারা তার ১৮টি মাল্টা গাছ কেটে দেয়।

একলাছ মিয়া বলেন রাত ১১টা পযর্ন্ত তার মাল্টা বাগানে তিনি পাহাড়া দেন। এক পর্যায়ে শীত বেশী হওয়ায় পরে ঘুমাতে ঘরে চলে আসেন তিনি। বুধবার সকালে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান তার বাগানের বেশ কিছু মাল্টা গাছ পড়ে আছে। সামনে গিয়ে দেখতে পান কে বা কাহারা তার বাগানের অনেক গাছ কেটে ফেলে রেখেছে। তার চিৎকারে স্থানীয় লোকজন তার বাগানে আসেন। তিনি আরও বলেন পরিবারে আর্থিক স্বচ্ছলতা আনতে দেশীয় পদ্ধতিতে মাল্টা চাষ করেন। আগামী কিছু দিনের মধ্যে ওইসব মাল্টা গাছে ফলন আসবে। অনেক স্বপ্ন নিয়ে প্রতিনিয়ত গাছের পরিচর্যা করছেন তিনি। এরইমধ্যে রাতের আধারে দুর্বৃত্তরা মাল্টা গাছ কেটে দিয়েছে। অনেক কষ্ট করে এই গাছগুলো লাগিয়েছিলাম। এঘটনায় প্রায় অর্ধ লাখ টাকার উপর ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানায়।

উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা বেগম বলেন, এটা একটি দু:খ জনক ঘটনা। খবর পাওয়া মাত্র কৃষি বিভাগের লোকজনকে সেখানে পাঠানো হয়েছে। তারা খোঁজ খবর নিচ্ছেন। কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকের সার্বিক সহায়তা দেওয়া হবে বলে জানায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads