• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
বিএসএফের ১১ রাউন্ড গুলিবর্ষণ

সংগৃহীত ছবি

সারা দেশ

বিএসএফের ১১ রাউন্ড গুলিবর্ষণ

  • দিনাজপুর প্রতিনিধি
  • প্রকাশিত ০৭ জানুয়ারি ২০২২

দিনাজপুরের ফুলবাড়ী অচিন্তপুর সীমান্তে বিএসএফের অতর্কিত গুলিবর্ষণে গ্রামবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছিল। পরে উভয় দেশের সীমান্ত রক্ষীদের পতাকা বৈঠকের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

ফুলবাড়ী উপজেলার অচিন্তপুর সীমান্তের ইউপি সদস্য আবু খায়ের জান, অচিন্তপুর বিজিবি ক্যাম্পের অপর প্রান্তে ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার গয়শ্বরপুর বিএসএফ ক্যাম্প থেকে গতকাল বৃহস্পতিবার ভোরে বেশ কয়েক রাউন্ড গুলি বাংলাদেশ সীমানায় বর্ষণ করা হয়। এ সময় সীমান্তবাসী আতঙ্কিত হয়ে ছুটাছুটি করতে থাকে। বিষয়টি বিজিবি টহল দল অবগত হয়ে তার বার্তার মাধ্যমে বিএসএফের কাছে গুলি বর্ষণের কারণ জানতে চায়। দুপুর ১২টায় বিএসএফ এবং বিজিবির মধ্যে সীমান্তের নো-ম্যান্স ল্যান্ড মেইন পিলার নং- ৩৮৭ থেকে সাব পিলার ৩ স্থানে তাৎক্ষণিক বৈঠক হয়। বৈঠকে বিএসএফের পক্ষ থেকে জানানো হয় তাদের দেওয়া তারকাঁটা বেড়া চোরাচালানিরা কেটে প্রবেশ করার চেষ্টা করলে বিএসএফের টহল দল তাদেরকে ছত্রভঙ্গ করে ১১ রাউন্ড গুলি বর্ষণ করেছে। গুলি বর্ষণের ঘটনায় কোনো চোরাচালানি হতাহত হয়েছে কী না সে বিষয় কোনো তথ্য পাওয়া যায়নি। পতাকা বৈঠকে বিজিবি অচিন্তপুর ক্যাম্পের পক্ষে সার্জেন্ট রবিউল ইসলামসহ পাঁচ সদস্য এবং ভারতের পক্ষে ১৯৬ বিএসএস গয়শ্বরপুর ক্যাম্পের অরজিৎ রায়সহ পাঁচ সদস্য অংশ নেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads