• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

সারা দেশ

ময়নামতিতে ড্রামট্রাক চাপায় ৫ জনের মৃত্যুর ঘটনায় মামলা, চালক গ্রেপ্তার

  • কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ২০ ফেব্রুয়ারি ২০২২

কুমিল্লার ময়নামতি এলাকায় ড্রামট্রাক চাপায় ৫ জন মৃত্যুর ঘটনায় চালক রাকিবুল হাসান রবিনকে আটক করেছে র্ ্যাব। গতকাল শনিবার রাতে সদর দক্ষিণ উপজেলার কনেশতলা থেকে তাকে আটক করা হয়। এর আগে দুর্ঘটনায় নিহতদের মধ্যে একজন মোঃ জুলহাস মিয়ার ছেলে মোঃ স্বপন অজ্ঞাত চালকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরপরই অভিযানে নামে র ্যাব।

আজ রোববার দুপুরে কুমিল্লা র ্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে, কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর সাকিব হোসেন জানান, চালক রবিনের ড্রাইভিং লাইসেন্স নাই। এছাড়া দুর্ঘটনার আগের রাতে বেশি কমিশনের আশায় রাতভর বিরামহীন ড্রাইভিংয়ের কারনে ভোরবেলায় কুয়াশার মধ্যে দ্রুতগতির ট্রাকটি নিয়ন্ত্রণে রাখতে পারেনি। তাই এই দুর্ঘটনা এবং ৫ জনের মৃত্যু হয়। পরে চালক রবিন পালিয়ে যায়।

তিনি আরো জানান, ট্রাকের মালিকও আত্মগোপনে রয়েছে। চালক রবিনকে বুড়িচং থানায় হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, গেল ১৮ ফেব্রুয়ারি ভোরে বুড়িচংয়ের তুতবাগান নামক স্থানে নাম্বারবিহীন মাটিবাহী ট্রামট্রাক নিয়ন্ত্রন হারিয়ে একটি যাত্রীবাহি সিএনজিকে পিছন থেকে ধাক্কা দিলে সিএনজি চালকসহ ঘটনাস্থলেই পাঁচজন যাত্রী নিহত হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads