• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
মির্জাপুরে ক্রীড়াবিদ মোফাজ্জল হোসেন দুলালের মৃত্যু

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

মির্জাপুরে ক্রীড়াবিদ মোফাজ্জল হোসেন দুলালের মৃত্যু

  • মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ ফেব্রুয়ারি ২০২২

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট ক্রীড়াবিদ খন্দকার মোফাজ্জল হোসেন দুলাল বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে নিশ্চিত করেছেন তার ছেলে খন্দকার তুষার আহমেদ।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ বছর। তিনি স্ত্রী, মেয়ে, তিন ছেলে, দুই ভাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পরিবার সুত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত নানা জটিলতায় ভুগছিলেন এই প্রবীণ রাজনীতিবিদ ও বিশিষ্ট খেলোয়াড়। বেশকয়েকদিন যাবত রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছিলো তার। চিকিৎসা চলাকালীন মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ তার অবস্থা খারাপ হয়ে যায়। পরে সাড়ে ৭টার দিকে না ফেরার দেশে পাড়ি জমান তিনি।

বুধবার বাদ জোহর মির্জাপুর কেন্দ্রীয় শাহী জামে মসজিদে তার প্রথম নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। হাজারো মানুষ তার জানাযায় অংশ নেয়। বাদ আসর তার নিজ গ্রামের বাড়ি উপজেলার ভাওড়া ইউনিয়নের ভাওড়া মিয়াপাড়া মসজিদে দ্বিতীয় জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। খন্দকার মোফাজ্জল হোসেন দুলাল ভাওড়া মিয়াপাড়া গ্রামের মৃত ইউসুফ মিয়ার ছেলে।

খন্দকার মোফাজ্জল হোসেন দুলাল ফুটবল খেলায় পারদর্শী ছিলেন। তিনি ষাটের দশকে টাঙ্গাইল ইস্ট বেঙ্গল দলের হয়ে খেলে সুনাম অর্জন করেন। এছাড়া তিনি মির্জাপুর ক্রীড়া সংস্থায় দীর্ঘদিন সুমানের সাথে পরিচালনা করেছেন এবং আওয়ামী রাজনীতির সাথে ওতোপ্রোতভাবে জড়িত ছিলেন।

প্রবীণ এই রাজনীতিবিদের মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, মির্জাপুর সাংবাদিক সংস্থার সভাপতি মো. মাজহারুল ইসলাম শিপলু, সাধারণ সম্পাদক মো. জোবায়ের হোসেনসহ আ.লীগ, বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দল ও সহযোগী/ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের ব্যক্তিবর্গ তার আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads