• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
ভারত পাচারকালে ৮৫৬৮ লিটার সয়াবিন তেল উদ্ধার

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

 কাভার্ডভ্যান জব্দ, গ্রেপ্তার ২

ভারত পাচারকালে ৮৫৬৮ লিটার সয়াবিন তেল উদ্ধার

  • ফেনী প্রতিনিধি
  • প্রকাশিত ০৬ মার্চ ২০২২

বিএসটিআই অনুমোদনবিহীন ৮ হাজার ৫৬৮ লিটার অবৈধ সয়াবিন তেল উদ্ধার করেছে গোয়েন্দা পুুলিশ। এ সময় তেল পাচার কাজে ব্যবহৃত কাভার্ডভ্যানটি জব্দ  ও চালক-হেলপার দুইজনকে গ্রেপ্তার করা হয়। রোববার তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।  

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে গোয়েন্দা পুলিশের একটি দল বিসিক রাস্তার মাথায় চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে । এ সময় সন্দেহজনক একটি পণ্যবাহী কাভার্ডভ্যান (চট্টমেট্রো ট ১১-৯৫৩০ ) আটক করা হয় । কভার্ডভ্যান তল্লাশি করে ৬০৪ কার্টন বিএসটিআই এর অনুমোদন ব্যতীত বোতলজাত করা ৮ হাজার ৫৬৮ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ফটিকছড়ির দৌলতপুর গ্রামের মৃত হাসি মিয়ার ছেলে মোঃ শাহজাহান (৪১) ও কক্সবাজারের উখিয়া থানার হাজী নুর আহম্মদের ছেলে মোঃ ইসমাইল (৩২)।

গোয়েন্দা পুলিশের ওসি মো. মেজবাহ উদ্দিন আহমেদ বলেন,ফেনী সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে সয়াবিন তেল নিয়ে যাওয়ার পথে আটক করা হয়।  জব্দকৃত  ৮৫৬৮ লিটার অবৈধ সয়াবিন তেলের বাজার মূল্য প্রায় ১৬ লাখ ৫৪ হাজার ২ টাকা। এ সময় গাড়ীর চালক ও হেলপারকে গ্রেপ্তার করা হয় ও একটি কাভার্ডভ্যান  জব্দ করা হয়। এ ঘটনায় গোয়েন্দা পুলিশ বাদী ফেনী মডেল থানায় মামলা দায়ের করে। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads