• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯

সারা দেশ

আগুনে পুড়লো ভ্যানচালকের স্বপ্ন

  • সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ০৪ এপ্রিল ২০২২

শামীম মিয়া (২৫) ভ্যানচালক। তার পেশাই হলো ভ্যান চালানো। আর ওই উপার্জন দিয়েই স্ত্রী ও সন্তান নিয়ে চলে জীবন জীবিকা। কয়েক মাস আগে শামীম স্থানীয় একটি এনজিও থেকে ঋণ নিয়ে দুটি ছাগল কিনে দেয় স্ত্রী হিমা আক্তারকে। সেখান থেকে একটি ছাগল বাচ্চা দিছে এবং অন্য একটি ছাগল ৪ মাসের গর্ভবতী। ছাগল ছাড়া আর কিছু না থাকায় ছাগলের সংখ্যা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে তাদের স্বপ্ন। কিন্তু সেই স্বপ্ন শনিবার রাতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। তাদের শেষ সম্ভল তিনটি ছাগল আগুনে পুড়ে গেছে। এখন দিশেহারা হয়ে পড়েছেন অসহায় পরিবারটি। শামীমের বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের পোড়াবাসা গ্রামে।  

স্থানীয়রা জানায়, শনিবার রাত সাড়ে সাতটার দিকে ছাগলের ঘরে আগুন লাগে। পরে স্থানীয় লোকজন দুই  ঘন্টা চেষ্টা চালানোর পরে আগুন নিয়ন্ত্রনে আসে। কিন্তু এর আগেই ঘরে থাকা প্রায় ২০-২৫ হাজার টাকা মূল্যের ৩ টি ছাগল পুড়ে ছাই হয়ে গেছে। 

স্থানীয় মসজিদ কমিটির সভাপতি শাহজাহান সিকদার বলেন, শামীমের পরিবারটি একদমই অসহায়। ভ্যানচালিয়ে সে জীবিকা নির্বাহ করে। তার ১ বছরের একটি ছেলে আছে। কয়েকমাস আগে এনজিও থেকে ঋণ তুলে ছাগল কিনেছিলেন শামীম। সেই ছাগলগুলো আগুনে পুড়ে গেলো। এতে ওই পরিবারটি চরম অসহায় হয়ে পড়লো। 

শামীমের স্ত্রী হিমা আক্তার কান্না জড়িত কণ্ঠে বলেন, আমার সাথে তো কারো কোন শত্রুতা নেই। কিন্তু তার পরেও কিভাবে আগুন ধরলো? ছাগলগুলোই যে আমার শেষ সম্ভল ছিলো। আমি এখন কি করবো?  

স্থানীয় ইউপি চেয়ারম্যান দুলাল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য কিছু করা যায় কিনা দখবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম বলেন, বিষয়টি জানা নেই। এব্যাপারে আবেদন করলে তাকে সহযোগিতা করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads