• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯

সারা দেশ

মোটরসাইকেলের পিছনে লেখা “নাম্বার দিবো কইছে”

  • আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • প্রকাশিত ১২ এপ্রিল ২০২২

সাধারণত রাস্তায় বের হলে মোটর সাইকেলের নম্বর প্লেটে অনটেস্ট, পুলিশ, সাংবাদিকসহ কত কিছুই না চটকদার লেখা চোখে পড়ে। ওই জাতীয় লেখা লিখে অনেক আরোহীরা মোটরসাইকেল চালাচ্ছেন। কিন্ত এবার মোটরসাইকেলের প্লেটের মধ্যে 'নাম্বার দিবো কইছে' এ নামে একটি ব্যতিক্রমী লেখা চোখে পড়েছে। যা দেখে সবার মধ্যে এক প্রকার হাস্যরস সৃষ্টি হয়েছে।

বর্তমানে 'নাম্বার দিবো কইছে' এ নামে মোটরসাইকেলটি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানায় রয়েছে। তবে মোটর সাইকেলের পিছনে এমন লেখা থাকার বিষয়টি ঠাট্টা করার মতো বলে মনে করছে পুলিশ। পাশাপাশি এটি এক ধরণের দাম্ভিকতা বলে মনে করা হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, এ বছরের ২৭ মার্চ তিন বোতল ভারতীয় হুইস্কিসহ এক মোটর সাইকেলে আরোহী আইনশৃংখলা বাহিনীর হাতে ধরা পড়ে। তখন সে তার নাম বলে রাকিব হোসেন। নিজেকে পৌর এলাকার দেবগ্রামের মানিক মিয়ার ছেলে হিসেবে পরিচয় দেয়। পরে পুলিশ তদন্ত করে জানতে পারে তার নাম রিমন আহমদে, উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের মিন্টু মিয়া প্রকাশ মিন্টুর ছেলে। এ বিষয়ে পুলিশ ইতিমধ্যেই তার বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দিয়ে দিয়েছে।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান এ ধরণের লেখার একটি মোটর সাইকেল থানায় থাকার কথা তিনি স্বীকার করেছেন। তিনি জানান, মোটর সাইকেলটির বৈধ কোনো কাগজপত্র নেই।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads