• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
প্রবাস যাওয়ার দিনে ‘প্রতিপক্ষকে’ খুন 

প্রতীকী ছবি

সারা দেশ

প্রবাস যাওয়ার দিনে ‘প্রতিপক্ষকে’ খুন 

  • আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • প্রকাশিত ০৫ মে ২০২২

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মহসীন সরকার নামে (৩৫) নামে এক ব্যবসায়ী সোমবার সন্ধ্যায় খুন হয়েছেন। আরিফ নামে এক যুবক প্রবাস যাওয়ার দিনে মহসীনকে খুন করে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনা ঘটিয়েই তিনি পালানোর চেষ্টা করেন। তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। আরিফ যেন প্রবাসে যেতে না পারেন সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।      

নিহত মহসীন সরকার উপজেলার মোগড়া ইউনিয়নের খলাপাড়া গ্রামের মো. শহিদুল সরকারের ছেলে। তিনি বিডি ফুডসসহ একাধিক কম্পানির ডিস্ট্রিবিউটর ছিলেন। পৌর এলাকার রাধানগরের রাজীব কটেজে তার ব্যবসায়িক প্রতিষ্ঠান। হত্যাকান্ডের ঘটনায় মহসীনের বাবা বাদী হয়ে আখাউড়া থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ সুলতান নামে এক আসামীকে গ্রেপ্তার করেছে। মূল অভিযুক্ত আরিফ খলাপাড়া এলাকার মো. আউয়াল মিয়ার ছেলে।  

ঘটনার প্রত্যক্ষদর্শী মো. শফিউল আলম জানান, মহসীনের মোটরসাইকেলে করে নিয়ে তিনি আখাউড়া থেকে তিনি খলাপাড়া যাচ্ছিলেন। বাড়ির কাছাকাছি যাওয়ার পর পাঁচ-ছয়জন মিলে মহসীনের উপর হামলা করে। গুরুতর আহত অবস্থায়  আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।    

পরিবারের লোকজন জানান, পারিবারিক বিরোধের জের ধরে কিছুদিন আগে মহসীনের বাবাকে অপমানিত করেন আরিফ। সালিশের মাধ্যমে বিষয়টি মিমাংসা হয়। এরই জের ধরে আরিফ পরিকল্পিতভাবে এ হামলা চালায়। ঘটনার দিন রাতে আরিফের প্রবাসে যাওয়ার কথা। হত্যাকাণ্ডের পরই সে প্রবাসের উদ্দ্যেশে এলাকা থেকে সরে যায়। 

জরুরি বিভাগের দায়িত্বে থাকা আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শ্যামল কুমার রায় জানায়, মহসীনের বুকের বামপাশে আঘাতের চিহ্ন দেখা যায়। হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। পরিবারের কাছে লাশ বুঝিয়ে দেওয়া হয়েছে। 

আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সরকার জানান, পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। প্রধান আসামী মহসীনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে। এরই মধ্যে মামলার তিন নম্বর আসামী সুলতানকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads