• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন

প্রতিনিধির ছবি

সারা দেশ

উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন

  • আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ মে ২০২২

আখাউড়ায় উপজেলা পরিষদ চেয়ারম্যন আবুল কাশেম ভূইয়া কর্তৃক আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলী চৌধুরীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও বানোয়াট এবং মানহানিকর মন্তব্য করার প্রতিবাদে সাংবাদ সম্মেলন হয়েছে। শনিবার দুপুরে উপজেলা আওয়ামীলীগ সড়ক বাজারস্থ দলীয় কার্যালয়ে এ সম্মেলন করা হয়। উপজেলা আওয়ামীলীগ এ আয়োজন করে।

সম্মেলনে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম ভূইয়ার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার অনিয়ম দুর্নীতিসহ নানা অভিযোগ তুলে ধরা হয়। পাশাপাশি বর্তমান আওয়ামীলীগ সভাপতি মোহাম্মদ আলী চৌধুরীর বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যাচার ও বানোয়াট , মানহানীকর মন্তব্য করায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন বর্তমান উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও পৌরসভা মেয়র তাকজিল খলিফা কাজল, সাবেক যুগ্ম আহবায়ক মো: মনির হোসেন বাবুল, মো: সেলিম ভূইয়া, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কাজী নাসির উদ্দিন খাদেম লিটন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাছরিক শফিক আলিয়া, ভাইস চেয়ারম্যান মো. মোরাদ হোসেন, উপজেলা যুবলীগ আহবায়ক মো: আব্দুল মমিন বাবুল, মো: আতাউর রহমান নাজিম, যুবলীগ নেতা মো: মনির খান, আবু কাউছার ভূইয়া, মোগড়া ইউপি চেয়ারম্যান মো: আব্দুল মতিন ছাত্রলীগ সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু প্রমূখ। তাছাড়া আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের তৃণমুল পর্যায়ের নেতাকর্মীরা স্বত:স্ফুর্ত ভাবে উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: কাশেম ভূইয়াকে একজন মিথ্যাবাদী এবং দুর্নীতিবাজ আখ্যায়িত করা হয়। ওই চেয়ারম্যান সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট অপকৌশল অবলম্বন করে নিজের স্বার্থ হাসিল করতে গত মঙ্গলবার সংবাদ সম্মেলন করে তার বরাত দিয়ে নিজের মনগড়া কথা উপস্থাপন করেছেন। যা দলের জন্য খুবই ক্ষতিকর। মোহাম্মদ আলী চৌধুরী বলেন 'উপজেলা পরিষদ চেয়ারম্যান আমার বরাত দিয়ে যা বলেছেন সেটা সঠিক হয়। আমি শুধু বলেছি মন্ত্রী যাদের চাকরি দিয়েছেন তাদের অনেকে অকৃতজ্ঞ। চাকরি পাওয়াদের অনেকে একটি অনুষ্ঠানে না যাওয়ার প্রেক্ষিতে আমি কথাটা বলেছি। কিন্তু তিনি সংবাদ সম্মেলন করে মিথ্যা অপপ্রচার করেছেন।

আমি তার এসব কথার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

লিখিত বক্তব্যে বর্তমান সভাপতি আরো বলেন, গত তিন অর্থবছরের এডিপি থেকে দক্ষিণ ইউনিয়নে কাজের জন্য ৪৪ লাখ ৫৪ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয় । যার ৩৪ লাখ ১২ হাজার টাকার কাজ হয় শুধুমাত্র চেয়ারম্যানের নিজ গ্রাম কুড়িপাইকায় । বাকি ইউনিয়নে তিন বছরে কাজ হয় মাত্র ১০ লাখ ৪২ হাজার টাকার । ফলে উন্নয়ন কাজ থেকে বঞ্চিত হয়েছে এই ইউনিয়নের অন্য সবগুলো গ্রাম ।

তাছাড়া বরাদ্দ টাকার বেশিরভাগই কাজ না করে হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ তুলা হয়। অন্যদিকে তিন অর্থবছরে জেলা পরিষদ থেকে ১৬ লাখ টাকার কাজ করান উপজেলা চেয়ারম্যান । যার সিংহভাগই এই বিশেষ গ্রামে । নূর এ আলম উপজেলা নির্বাহী কর্মকর্তা থাকা অবস্থায় তিনি গাড়ি মেরামত বাবদ বরাদ্দ নেন ২ লাখ ৫০ হাজার টাকা এবং প্রতিবছর গাড়ি মেরামত বাবদ ৫০ হাজার টাকা করে নিচ্ছেন তিনি ।

সরকারি গাড়ি মেরামতের কথা বলে তিনি ব্যক্তিগত গাড়ি মেরামত এবং অতিরিক্ত অর্থ আত্মসাৎ করেন বলে তথ্য রয়েছে । ছাড়াও যুব উন্নয়ন , বিআরডিবি , সমাজসেবা অধিদপ্তর এবং কৃষি বিভাগে খোঁজ নিয়ে নিলে নানা প্রকল্প সামাজিক নিরাপত্তা বলয়ের বিভিন্ন কার্ড দেওয়ার নাম করে উপজেলা তার নানা অনিয়মের চিত্র উঠে আসবে বলে দাবি করেন তিনি।

এর আগে শুক্রবার তার বিরুদ্ধে ব্যাপক অনিয়ম-দুর্নীতি ও মাদকের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ইউনিয়ন পরিষদের সকল চেয়ারম্যান ও সদস্যরা। তারা সকলেই তার পদত্যাগ দাবি করেন। এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুরাদ হোসেনসহ চার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাড়াও ইউনিয়নের ৬০ জন মেম্বার এবং মহিলা মেম্বারগণ উপস্থিত ছিলেন। তারা অভিযোগ করেন উপজেলা চেয়ারম্যানের হস্তক্ষেপের কারণে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা নিজ এলাকায় কাজ করতে পারছেন না। উপজেলা চেয়ারম্যান তার নিজ এলাকায় কাজ নিয়ে যাচ্ছেন। এছাড়া একই প্রকল্প দেখিয়ে টাকা আত্মসাত করছেন।

উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাশেম ভূঁইয়া এ প্রসঙ্গে বলেন, ‘আমি বলেছি যে কারো কারো কারণে মন্ত্রীর ভালো অর্জন ম্লান হয়ে যাচ্ছে। আর আমার কথায় যাদের আঁতে ঘা লেগেছে তারাই এখন উঠেপড়ে লেগেছে। আমি মন্ত্রী মহোদয়ের সঙ্গে দেখা করে কোথায় কিভাবে কি কি অনিয়ম হচ্ছে সেগুলো তুলে ধরবো। এরপর ওনি যেভাবে নির্দেশনা দেন সেভাবে আমি এগুবো।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads