• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
সেনবাগ উপজেলা, পৌরসভার ও কলেজ ছাত্রলীগ কমিটি বিলুপ্ত

সংগৃহীত ছবি

সারা দেশ

সেনবাগ উপজেলা, পৌরসভার ও কলেজ ছাত্রলীগ কমিটি বিলুপ্ত

  • সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ১৫ মে ২০২২

সদ্য ঘোষিত নোয়াখালীর সেনবাগ উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় ছাত্রলীগ। শনিবার বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্রাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই কমিটি বিলুপ্ত করা হয়। এ ছাড়া নতুন কমিটিতে সভাপতি, সম্পাদকসহ পদ প্রত্যাশীদের জীবনবৃত্তান্ত আহ্বান করা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

এর আগে, গত ১ মে নোয়াখালী জেলা ছাত্রলীগের বিদায়ী কমিটির সভাপতি আসাদুজ্জামান আরমান ও সাধারণ সম্পাদক আবুল হাসনাত আদনান সেনবাগ উপজেলা, পৌরসভা ও সেনবাগ কলেজ শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করেছিলো। ওই কমিটিতে মাজেদুল হক তানভিরকে সেনবাগ উপজেলা ছাত্রলীগের সভাপতি ও ইমরান তারেক মোহনকে সাধারণ সম্পাদক, সেনবাগ পৌরসভায় মোঃ ওমর ফারহানকে আহবায়ক ও রাব্বি বিন রাযহানকে যুগ্ম আহবায়ক এবং সেনবাগ কলেজ ছাত্রলীগের সভাপতি হিসাবে আবু শোয়েবকে ও তারেক মাহমুহ বাবুকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়েছিল।

কমিটির ঘোষণার পরপরই ছাত্রনেতারা তাদের মূল্যায়ন করা হয়নি বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে ক্ষোভ প্রকাশ করে এবং ঘোষিত কলেজ ছাত্রলীগের কমিটির সভাপতি পদ থেকে আবু শোয়েব পদত্যাগ করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads