• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
ফকিরহাটের বেতাগা ইউপি’র উন্নয়ন সমন্বয় কমিটির সভা

প্রতিনিধির ছবি

সারা দেশ

ফকিরহাটের বেতাগা ইউপি’র উন্নয়ন সমন্বয় কমিটির সভা

  • ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ মে ২০২২

টেকসই উন্নয়ন লক্ষমাত্রা (এসডিজি) বাস্তবায়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়নের সকল কর্মকাণ্ডের অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপন্থা বিষয়ক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেতাগা ইউনিয়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। অতিথি ছিলেন শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের সভাপতি অমিত রায় চৌধুরী। অনুষ্ঠানে বেতাগা ইউপি চেয়ারম্যান মো. ইউনুস আলী শেখের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার মো. মনোয়ার হোসেন, বাগেরহাট জেলার এলজিএসপি-৩ এর জেলা ফ্যাসিলিটেটর কৃষিবিদ পার্থ প্রতীম সেন।

বেতাগা ইউনিয়ন সিআইজি ফোরামের সাধারণ সম্পাদক ও শিক্ষক মো. নাজমুল হুদার সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার পিন্টু রঞ্জন দাশ, বেতাগা ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহযোগী দুলাল চন্দ্র দাশ, বেতাগা ইউনাইটেড মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অবসপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রদ্যুৎ কুমার দাশ, বিধান চন্দ্র দাশ, মো. আলমগীর হোসেন প্রমুখ।

এসময় সকল ইউপি সদস্যরা, সকল স্থায়ী কমিটির সদস্যরা, সরকারি কর্মরত সেবা প্রদানকারীসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads